সিলেটের বিশ্বনাথে এবার পালিয়ে যাওয়া সেই ইয়াবা ব্যবসায়ী ফটিক মিয়াকে আটক করে থানা পুলিশের হাতে সোর্পদ করেছেন স্থানীয় যুবকরা।
শুক্রবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্বনাথ পৌরসভার দূর্য্যাকাপন গ্রামে ঘটনাটি ঘটে।
স্থানীয়দের হাতে আটকের পর পুলিশের কাছে সোর্পদকৃত ইয়াবা ব্যবসায়ী ফটিক মিয়া (৩৮) পৌর শহরের দূর্য্যাকাপন গ্রামের আকলুছ আলীর পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন দিন ধরে পৌর শহরের দূর্য্যাকাপন গ্রামে ইয়াবার রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে একাধিক নারী-পুরুষ। আর মাদক প্রতিরোধে স্বোচ্ছার হয়ে উঠেছেন এলাকাবাসী। এরই অংশ হিসেবে গত মঙ্গলবার (১ এপ্রিল) দিবাগত মধ্যরাতে ইয়াবা ক্রয়-বিক্রয়কালে পৌর শহরের দূর্য্যাকাপন জামে মসজিদের সামন হতে ইয়াবা’সহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করেন স্থানীয় জনতা। এসময় ঘটনাস্থল থেকে পালিয়ে মাদক ব্যবসায়ী ফটিক মিয়া ও চন্দন আলী। আর শুক্রবার (৪ এপ্রিল) সেই ফটিককে পেয়ে আটক করে পুলিশে খবর দেন স্থানীয় জনতা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
পুলিশ সূত্রে জানা গেছে, ইয়াবা ব্যবসায়ী ফটিক মিয়ার বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে।
মাদক ব্যবসায়ী ফটিককে স্থানীয় জনতা কর্তৃক আটককের পর থানা পুলিশের কাছে সোর্পদ করার সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, আদালতের মাধ্যমে তাকে (ফটিক) জেল হাজতে প্রেরণ করা হয়েছে।