বুধবার, ৩০ জুলাই ২০২৫
বুধবার, ৩০ জুলাই ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কুলাউড়ার অগ্রণী উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও দেয়াল পত্রিকা প্রকাশ সিনেমা থিয়েটারেই পরিচালককে জুতাপেটা করলেন রুচি গুজ্জার! ১৬ বছর ধরে সেতুর নিচে জীবনের নির্মম যুদ্ধ এনসিপির কাছে নীলার প্রশ্ন - এত দিন আমাকে কিসের ভিত্তিতে ব্যবহার করেছেন? চিকিৎসকদের নীতি-নৈতিকতা প্রশ্নবিদ্ধ - ওষুধ কোম্পানির উপঢৌকনে সর্বনাশ হচ্ছে রোগীর পুলিশ অফিসার দিদারুল ছিলেন আমাদের গর্ব: নিউইয়র্কের মেয়র গভীর সংস্কার না হলে স্বৈরাচার আবার ফেরত আসবে : প্রধান উপদেষ্টা জুলাই আন্দোলনে মারণাস্ত্র ব্যবহার নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক আইজিপি গোলাপগঞ্জ মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে বৃদ্ধের মৃত্যু নিউইয়র্কে গুলিতে নিহত দিদারুল : কুলাউড়ার বাড়িতে শোকের মাতম
advertisement
সিলেট বিভাগ

সিলেট হট্টগোল, হাতাহাতিতে স্থগিত বালুর নিলাম : সর্বোচ্চ দরদাতা লাঞ্ছিত


বালু নিলামকে কেন্দ্র করে তুলকালাম কান্ড ঘটেছে সিলেটে। সিন্ডিকেটের বাইরে গিয়ে নিলাম অংশ নেওয়ায় এক ব্যক্তিকে লাঞ্ছিত করায় স্থগিত করা হয়েছে নিলাম কার্যক্রম। বুধবার বিকাল ৫টায় সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃক সুরমার ৯টি পয়েন্টে ড্রেজিংয়ে উত্তোলনকৃত ৫ লাখ ৭৪ হাজার ৭৫৫ ঘনমিটার বালুর ওটিএম পদ্ধতিতে এদিন নিলাম ছিল। নিলামে অংশ নিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ছাড়াও বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন অংশ নেন। বেলা আড়াইটায় জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের উপস্থিতিতে প্রকাশ্যে নিলাম শুরু করেন। এসময় সিন্ডিকেটের মাধ্যমে বালুর নিলাম নিতে চেষ্টা করেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। কিন্তু সিন্ডিকেটের বাইরে গিয়ে নিলামে অংশ নেওয়া ব্যক্তি সর্বোচ্চ দরদাতা হওয়ায় বাধে হট্টগোল। বিকেল ৫টায় নিলাম প্রক্রিয়া শেষ হওয়ার আগে শুরু হয় হট্টগোল। সিন্ডিকেটের বাইরে নিলামে অংশ নেওয়ায় মেসার্স হোসনা এন্টারপ্রাইজের চেয়ারম্যান হাজি নাজিম উদ্দিন নাজিমকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। তাকে শার্টের কলার ধরে টানা হেঁচড়া করা হয়। এক পর্যায়ে নেতাকর্মীর মধ্যে হাতাহাতি শুরু হলে নিলাম প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলি দীপক রঞ্জন দাস জেলা প্রশাসন কার্যালয় থেকে বেরিয়ে নিলাম প্রক্রিয়া স্থগিতের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

নাম প্রকাশ না করার শর্তে নিলামে অংশ নেয়া জনৈক ব্যক্তি বলেন, সিন্ডিকেটের বাইরে গিয়ে বালু নিলামের অংশ নেওয়া হাজি নাজিম উদ্দিন নামের এক ব্যক্তিকে শার্টের কলার চেপে ধরেন কতিপয় যুবক। এরপরই সিন্ডিকেটের হোতারা তুমুল হট্টগোল ও হাতাহাতি শুরু করলে নিলাম প্রক্রিয়া স্থগিত করা হয়।

এ বিষয়ে ভুক্তভোগী হাজি নাজিম উদ্দিন নাজিম সাংবাদিকদের বলেন, একটি নিলামে সর্বোচ্চ দর দেওয়ায় ডাক পাই। পরের লটে নিলামে উচ্ছৃঙ্খল কতিপয় যুবক তাকে শার্টের কলার ধরে হেনস্তা করেন। তারা হট্টগোল করে নিলাম প্রক্রিয়া ভন্ডুল করিয়েছে।

পানি উন্নয়ন বোর্ড সিলেটের নির্বাহী পরিচালক দীপক রঞ্জন দাস বলেন, সিলেটের ৯ টি পয়েন্টের ড্রেজিং বালু উত্তোলনের নিলাম প্রক্রিয়া ছিল বুধবার।জেলা প্রশাসক সম্মেলন কক্ষে পূর্ব নির্ধারিত সময়ে নিলাম প্রক্রিয়ায় সাড়ে ৩০০ ব্যক্তি ও প্রতিষ্ঠান অংশ নেন। সম্মেলন কক্ষে দর কষাকষি এক পর্যায়ে হট্টগোল শুরু হলে পরিস্থিতি বিবেচনায় নিলাম প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত রেখেছি। পরবর্তীতে রেজুলেশন করে আমরা করণীয় ঠিক করা হবে।

পাউবো সূত্রে জানা যায়, সিলেটের ৯ টি পয়েন্টে স্তুপকৃত ৫ লাখ ৭৪ হাজার ৭৫৫ ঘনমিটার বালু নিলামে বিক্রির প্রক্রিয়া করা হয়। ফুটের হিসাবে আসে তথা ২ কোটি ২ লাখ ৯৭ হাজার ২৮০ ঘনফুট। এরমধ্যে সিলেট সদরের সুরমা নদীর ঘোপাল জাঙ্গাইল হাউজিংয়ে ৮৬ হাজার ৯৬০ ঘন মিটার, সিটি কর্ণার হাউজিংয়ে ৫৭ হাজার ০৫৯ ঘন মিটার, সিটি কর্ণার হাউজিং (গোলঘর) ১৬ হাজার ৪১৫ ঘন মিটার, চানপুর মোগলগাও ইউনিয়নে ১৪ হাজার ৭১০ ঘন মিটার। বিশ্বনাথে খাজাঞ্চি ইউনিয়নে ৯৭ হাজার ৫৮৯ ঘন মিটার, ইউনিয়নের মির্জাগাও এক লাখ ৪০ হাজার ৬২১ ঘন মিটার, কাজিবাড়ি পয়েন্টে ২২ হাজার ০১৫ ঘন মিটার, ইউনিয়নের সাহেবনগরে ৬১ হাজার ৮৯২ ঘন মিটার এবং সিলেট সদরের মোগলগাও ইউয়িনের মৌলভীরগাওয়ে ৭৭ হাজার ৪৯৪ ঘন মিটার বালু উত্তোলন করা হয়। এসব বালু সুরমা নদীর তীরবর্তী ৯টি পয়েন্টে স্তুপাকারে রাখা হয়েছে।

এই সম্পর্কিত আরো

কুলাউড়ার অগ্রণী উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও দেয়াল পত্রিকা প্রকাশ

সিনেমা থিয়েটারেই পরিচালককে জুতাপেটা করলেন রুচি গুজ্জার!

১৬ বছর ধরে সেতুর নিচে জীবনের নির্মম যুদ্ধ

এনসিপির কাছে নীলার প্রশ্ন এত দিন আমাকে কিসের ভিত্তিতে ব্যবহার করেছেন?

চিকিৎসকদের নীতি-নৈতিকতা প্রশ্নবিদ্ধ ওষুধ কোম্পানির উপঢৌকনে সর্বনাশ হচ্ছে রোগীর

পুলিশ অফিসার দিদারুল ছিলেন আমাদের গর্ব: নিউইয়র্কের মেয়র

গভীর সংস্কার না হলে স্বৈরাচার আবার ফেরত আসবে : প্রধান উপদেষ্টা

জুলাই আন্দোলনে মারণাস্ত্র ব্যবহার নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক আইজিপি

গোলাপগঞ্জ মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে বৃদ্ধের মৃত্যু

নিউইয়র্কে গুলিতে নিহত দিদারুল : কুলাউড়ার বাড়িতে শোকের মাতম