" দূর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাচাই প্রাণ ক্ষয়ক্ষতি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে দূর্যোগে ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রান মন্ত্রণালয়ের সহযোগিতায় জাতীয় দূর্যোগ ও প্রস্তুতি দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে র্যালী শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকুন নূর। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, উপজেলা প্রকৌশলী এলজিআরডি মোঃ সানোয়ার হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা শীবেন্দ্র পাল, জামালগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ নাজিম উদ্দীন, ফেনারবাক ইউপি সদস্য মোঃ সাহাব উদ্দিন, জামালগঞ্জ সদর ইউপি সদস্য মোঃ কামরুল ইসলাম প্রমাূখ।