✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

গোলাপগঞ্জে ১১ বস্তা পলিথিন জব্দ : জরিমানা

গোলাপগঞ্জে  পলিথিন সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে  ২ জনকে  অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।  

বুধবার বিকেলে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার  ও  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মিলটন চন্দ্র পাল উপজেলার বাঘা ইউনিয়নের পরগনা বাজারে  অভিযান পরিচালনা করে   এ পলিথিন জব্দ করেন । 
 
 এসময়  ১১ বস্তা পলিথিন (প্রায় ২০০ কেজি) জব্দ  করা হয়। 
 
পলিথিন সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে  ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার এলাকার  হান্নান মিয়ার ছেলে  জনাব জায়েদ আহমদ কে ৫০০০ টাকা অর্থদন্ড এবং একই  গ্রামের  মৃত সাদিক মিয়ার ছেলে হোসেন মিয়া (৩০) কে ১০০০০টাকা অর্থদন্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্তরা অর্থদন্ড নগদে পরিশোধ করেন। 

এ সময় গোলাপগঞ্জ মডেল থানার পুলিশের একটি টিম অংশগ্রহণ করে। পরিবেশের ভারসাম্য রক্ষায় উপজেলা প্রশাসন  পলিথিন বিরোধী অভিযান অব্যাহত থাকবে জানান উপজেলা নির্বাহি অফিসার। 

এই সম্পর্কিত আরো