জৈন্তাপুরের বালুবোঝাই ট্রাক থেকে অবৈধভাবে আনা ৩০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার হওয়া বেকুল আহমদ (৩৫) উপজেলার ঠাকুরের মাটি গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, মঙ্গলবার ভোর রাত ৩টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর এলাকা থেকে ভারতীয় চিনির চালান ও ট্রাক জব্দ করা হয়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান,
গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) শংকর দেবনাথের নেতৃত্বে পুলিশ দল বালুভর্তি একটি ট্রাকে তল্লাশি চালায়। এ সময় পাথরের নিচ থেকে ৩০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। এ মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার সকালে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।