শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ (পিএসএস) বিভাগের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। ‘রাজনীতি, সমাজ ও উন্নয়ন’ শীর্ষক এ সম্মেলনটি আগামী ৩১ জানুয়ারি শুরু হবে। এতে বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও চীন সহ ৮টি দেশের গবেষকরা নিবন্ধ উপস্থাপন করবেন।
সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ১টায় শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন সম্মেলনের সদস্যসচিব ও পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. জায়েদা শারমিন। এসময় আরো উপস্থিত ছিলেন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমান, সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. দিলারা রহমান, সহ-আহ্বায়ক অধ্যাপক ড. নজরুল ইসলাম, যুগ্ম-সদস্য সচিব অধ্যাপক ড. সাহাবুল হক ও মিডিয়া উপকমিটির প্রধান অধ্যাপক ড. মাসুদ সরকার প্রমুখ।
ড. জায়েদা শারমিন বলেন, আগামী ৩১ জানুয়ারি সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে উদ্বোধনী অধিবেশনের মাধ্যমে সম্মেলন শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বতী সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ও শাবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম। এতে সভাপতিত্ব করবেন শাবি উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।
অধিবেশনের প্রথম দিনে আলোচক হিসেবে থাকবেন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সেন্টার ফর পলিসি ডায়ালগের বিশেষ ফেলো অধ্যাপক ড. রওনক জাহান। তিনি ‘বাংলাদেশে অতীতের অগণতান্ত্রিক প্রথা থেকে মুক্তি পাওয়ার চ্যালেঞ্জ’ বিষয়ে আলোচনা করবেন।
আয়োজকরা জানান, ‘গত বছরের জানুয়ারি মাসে সম্মেলনে উপস্থাপনের জন্য গবেষণা নিবন্ধ আহ্বান করা হয়। এতে দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষক-শিক্ষকদের ১৮০টির অধিক গবেষণা নিবন্ধ থেকে উপস্থাপনার জন্য ১১০টি নিবন্ধ নির্বাচিত হয়েছে।’
নিবন্ধের মধ্যে রয়েছে গণতন্ত্র, সুশাসন, জবাবদিহিতা, নির্বাচন, দেশের চলমান সংস্কার, দক্ষিণ এশিয়ার আন্তদেশীয় সম্পর্ক, দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব, স্বৈরতন্ত্রের পতন, শিক্ষা, মানবাধিকার, মিডিয়া, কালচার, জলবায়ু ও রোহিঙ্গা ইস্যুর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো। ২টি প্লেনারি সেশন ও ১৫টি প্যারালাল সেশনে এ নিবন্ধগুলো উপস্থাপন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন শাবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. লায়লা আশরাফুনসহ দেশের ১২টি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধানগণ।
সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ‘সারসংক্ষেপ (অ্যাবস্ট্রাক্ট)’ বই প্রকাশ করা হবে। সম্মেলনের সমাপনী পর্বটি ১ ফেব্রুয়ারি বেলা ২.৩০ মিনিটে মিনি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। এতে শাবি উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে শাবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, শাবি কোষাধ্যক্ষ ড. মো. ইসমাইল হোসেন ও সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক উপস্থিত থাকবেন।