গোলাপগঞ্জে অভিযান চালিয়ে ইয়াবা সহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
বৃহস্পতিবার সাড়ে ৩টার দিকে গোলাপগঞ্জ থানা এলাকা থেকে ৩৭ হাজার ৫শত ৫০ পিস ইয়াবাসহ এই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো মৌলভীবাজার জেলার রাজনগর থানার বুঝবন গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মোঃ বুলবুল আহমেদ (৫০), একই গ্রামের মৃত রুবেল আহমেদের মেয়ে শোভা আক্তার (২২)।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল।
তিনি বলেন,পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তাররকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত গোলাপগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।