সুনামগঞ্জের জামালগঞ্জে পাগনার হাওরের পানি নিষ্কাশনে গজারিয়া সুইস গেইটের নালা খননে হটামারা গ্রামবাসীর পক্ষে ৫ জন স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে করা হয়েছে ।
২৩ জানুয়ারি বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার অভিযোগ করা হয়। অভিযোগ সূত্রে জানাযায়, জামালগঞ্জ উপজেলাধীন ফেনারবাক ইউনিয়নের হঠামারা গ্রামের হঠামার মৌজার প্রায় ৭-৮ হাজার একর বোরো জমি রয়েছে। এর মধ্যে অধিকাংশ জমি সপ্তাহ খানেক আগে রোপন করা হয়েছে। বাকী জমি রোপনের জন্য চলমান রয়েছে।
হঠাৎ করে লক্ষীপুর মৌজার পাগনার হাওরের পানি আমাদের আইলা ছাগাইয়া হাওরের নালা দিয়ে নিষ্কাশন করায় আমাদের বেশির ভাগ রোপণকৃত জমি জলবদ্ধতায় পানির নিচে তলিয়ে যাচ্ছে।
কাইল্লানির বাঁধ বেধে ফেলায় এরকম সমস্যার সম্মক্ষীন হচ্ছে। গজারিয়া সুইস গেটের খাল খনন করে পানি নিষ্কাশন হলে হাওরের কোন ক্ষতি হতো না।
হটামারা গ্রামের কৃষক আমিন উদ্দিন বলেন, হটামারা গ্রামের হাওর রোপণ করা হয়েছে। গত রাত্রে উপরের লক্ষীপুর মৌজা এবং ফেনারবাক মৌজার পানি আমাদের হাওরের ডুকে রোপণকৃত জমি ডুবে গেছে।
একই গ্রামের বয়োজ্যেষ্ঠ কৃষক আব্দুল হেকিম বলেন, কাইল্লানির বাঁধ বন্ধের কারণে পানি ফুলে হটামারা মৌজার রোপণকৃত জমি তলিয়ে যাচ্ছে। এক ফসলি বোরো জমি তলিয়ে গেলে পরিবার নিয়ে আমরা বিপর্যয়ে পরতে হবে। এছাড়াও একাধিক কৃষক জানান, দ্রুত ব্যবস্থা না নিলে কয়েক কোটি টাকার ফসলের ক্ষতি হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর জানান,অভিযোগ পেয়েছি। পাউবোর উপসহকারি প্রকৌশলীকে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছি।