সিলেটকে আরও সুন্দর, মানবিক ও বাসযোগ্য করে গড়ে তুলতে সবার সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সিলেট-১ আসনের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান (এলএলবি)।
শনিবার দুপুরে সিলেট সদর উপজেলার ১ নম্বর ইউনিয়নের শিবের বাজার, জালালাবাদ এলাকায় গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে বসে কথা বলেন, খোঁজখবর নেন এবং তাদের ভাবনা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন। এ সময় এলাকার সাধারণ মানুষ তার সরলতা, আন্তরিকতা ও দয়ালু আচরণে সন্তোষ প্রকাশ করেন।
মাহমুদুল হাসান বলেন, “সিলেট শুধু একটি এলাকা নয়—এটি আমাদের সবার প্রিয়স্থান। একা নয়, সবাইকে সাথে নিয়েই আমরা একটি সুন্দর ও ন্যায়ের সিলেট গড়তে চাই।
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরাও উপস্থিত ছিলেন। তারা জানান, মানুষের এই ভালোবাসা ও সাড়া আগামী দিনে আরও শক্তভাবে সেবার রাজনীতিকে এগিয়ে নিতে অনুপ্রাণিত করবে।
আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন সিলেট-১ আসনে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে সুন্দর সিলেট গড়ার পথে শরিক হোন।