মৌলভীবাজার-২ কুলাউড়া আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শওকতুল ইসলাম শকুর সমর্থনে উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে নির্বাচনী কার্যক্রম এর সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) উপজেলা বিএনপি’র সভাপতি জয়নাল আবেদীন বাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজলের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন। সভায় তিনি উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য কুলাউড়াবাসীর প্রতি বিশেষভাবে অনুরোধ জানান। তিনি আরো বলেন, যদি দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ যদি অন্য প্রার্থীর পক্ষে কাজ করেন প্রমাণসহ রাখবেন। এদের জায়গা বিএনপিতে হবেনা।
জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন বিশেষ অতিথির বক্তব্যে বলেন, দলের নির্দেশ অমান্য করে অন্য প্রার্থীর হয়ে কাজ করলে তিনি যেই হউক, ওয়ার্ড থেকে স্থায়ী কমিটির সদস্য হলেও তাকে ক্ষমা করা হবেনা। এক্ষেত্রে জিরো টলারেন্সনীতি অনুসরণ করা হবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা জুলাই আন্দোলনে ছাত্রদের সাথে ছিলাম। সুতরাং জুলাই সনদের স্বীকৃতি পেতে আমরা ‘হ্যাঁ এর পক্ষে অবস্থান নিব। এটা আমাদের দলের চেয়ারম্যানের নির্দেশ। একটা প্রতিপক্ষ এটাকে নিয়ে সমালোচনা করতেছে, আমরা আমাদের অবস্থান স্পষ্ট করতেছি, আমরা হ্যাঁ এর পক্ষে অবস্থান নিব। এজন্য শুধুই ধানের শীষে ভোট চাইলে হবেনা, পাশাপাশি হ্যাঁ এর পক্ষে প্রচারণা করতে হবে।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়ার উপদেষ্ঠা শরিফুজ্জামান চৌধুরী তপন, সভাপতি ড. সাইফুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ জুবায়ের আলী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী, সাবেক আহবায়ক রেদওয়ান খাঁন, বিএনপি নেতা এস এম জামান মতিন, এম এ মজিদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল জলিল জামাল, যুগ্ম সাধারণ সম্পাদক কমর উদ্দিন আহমদ কমরু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু, যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা আব্দুল মুহিত ভিপি সোহেল, বিএনপি নেতা মইনুল হক বকুল, বদরুল হোসেন খান, সুফিয়ান আহমদ, দেলোয়ার হোসেন, পৌর বিএনপির আহবায়ক খন্দকার মুহিবুর রহমান মলাই, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আব্দুল মন্নান, সদস্য হারুনুর রশীদ, কায়সার আরিফ, শামীম আহমদ, উপজেলা যুবদলের আহবায়ক জুবের আহমদ খান, সিনিয়র যুগ্ম আহবায়ক কাওসার আহমদ নিপার, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক রেজাউল আলম ভুঁইয়া খোকন, সদস্য সচিব গিয়াস উদ্দিন মোল্লা, উপজেলা ছাত্রদলের আহবায়ক সুলতান আহমদ টিপু, সদস্য সচিব সাইফুর রহমান, যুগ্ম আহবায়ক মাসুদ রানা, পৌর ছাত্রদলের আহবায়ক আতিকুল ইসলাম আতিক, কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক মৌসুম সরকার, মৌলভীবাজার-২ আসনের ধানের শীষের মিডিয়া ম্যানেজার সাইফুর রহমান প্রমুখ। এসময় উপজেলার ১৩ ইউনিয়ন, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমন্বয় সভায় উপস্থিত নেতারা ধানের শীষের পক্ষে জনমত গঠন, ভোটারদের কেন্দ্রে উপস্থিতি নিশ্চিতকরণ, নির্বাচনের দিন ভোটকেন্দ্রের নিরাপত্তা ও ব্যবস্থাপনা তদারকি এবং প্রার্থীর বিজয় সুনিশ্চিত করতে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বিষয়ে আলোচনা করা হয়।
বিএনপি মনোনীত প্রার্থী শওকতুল ইসলাম শকু বলেন, ধানের শীষ উন্নয়ন অগ্রগতির ও সমৃদ্ধির প্রতীক। তাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কুলাউড়ার সার্বিক উন্নয়নের জন্য অতীতের সকল ভেদাভেদ ভুলে সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ থেকে বিপুল ভোটে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে।