রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে প্রবাসী সমাজকর্মী ও গুণীজনদের অংশগ্রহণে ‘আত-তাকওয়া’ প্রকল্প পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের রুগনপুর এলাকায় প্রকল্পস্থলে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে’র চেয়ারম্যান ও যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী আলী আহমদ নেছাওর। প্রধান অতিথি হিসেবে প্রকল্প পরিদর্শন করেন দেওয়ান আব্দুর রহিম দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রাক্তন প্রধান শিক্ষক, যুক্তরাজ্য প্রবাসী ও প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব মো. ওয়াহিদুর রহমান চৌধুরী।
বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক শাহ মো. হেলাল ও গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মুহাইমিন-এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা, শিক্ষানুরাগী ও প্রকল্পের অন্যতম ফাউন্ডার শহীদ আবুল কালাম সেতু, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী ও প্রকল্পের অন্যতম ফাউন্ডার হাজী মো. ইমাম উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী ও প্রকল্পের অন্যতম ফাউন্ডার ছানাওর আহমদ, যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী মো. বাহারাম খান, জামিয়া ইসলামিয়া খাগদিওর মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি নুরুল ইসলাম চৌধুরী লয়লা, যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী আলতাফ রহমানী চৌধুরী, সিলেট কালীঘাটের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মো. নজরুল ইসলাম চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী ও প্রকল্পের অন্যতম ফাউন্ডার ইফতিকার আহমদ এবং রুগনপুর জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা এমদাদুল হক।
এছাড়াও প্রকল্পের উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ঘোষগাঁও মহিলা টাইটেল মাদ্রাসার শায়খুল হাদীস ও সিলেট সুবহানীঘাট মাদ্রাসার মুহাদ্দিস হাফিজ মাওলানা মকবুল আহমদ, বিশিষ্ট লেখক ও গবেষক এবং দয়ামীর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই মোশাহিদ, দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. খলিলুর রহমান ও সিলেট পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মাস্টার নজির উদ্দিন। অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, নির্বাহী সদস্য এম এ কাদির, গহরপুর ব্লাড ফাইটার্স-এর সভাপতি কামরান আহমদ, সাধারণ সম্পাদক মুহিত আল মেরাজ, সহসভাপতি মাহদি আহমদ, কোষাধ্যক্ষ জাহিদ হাসান, গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের কোষাধ্যক্ষ রিপন আহমদ, যুবনেতা হাফিজ আবুল খায়ের মারজান, লিলু মিয়া, মুজাহিদুল ইসলাম আরিফ, মাসুম আহমদ, আব্দুল মালিক, জাকির আহমদ, ইয়াকুব আলী, আবুলসহ আরও অনেকে।
অনুষ্ঠানে অতিথিরা ‘আত-তাকওয়া’ প্রকল্পের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা, উন্নয়ন কার্যক্রম ও মানবকল্যাণমূলক উদ্যোগ আরও জোরদার করার লক্ষ্যে বিস্তারিত মতবিনিময় করেন। বক্তারা বলেন, প্রবাসী ও দেশীয় দাতাদের সম্মিলিত উদ্যোগে এই প্রকল্প শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা সাইফুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন খন্দকার বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পাপলুল হক। শেষে হাফিজ মাওলানা মকবুল আহমদ-এর পরিচালনায় মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, ‘আত-তাকওয়া’ প্রকল্পের আওতায় নির্মাণাধীন মেটারনিটি ক্লিনিক, ওরফানেজ ও হাফিজিয়া মাদ্রাসা, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং নার্সিং হোমের জন্য ভূমি ভরাট, বাউন্ডারি দেয়াল নির্মাণ, প্রকল্প এলাকায় নিজস্ব দুইটি সংযোগ সড়ক নির্মাণ ও বিদ্যুৎ সংযোগের কাজ ইতোমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্টরা জানান, অবকাঠামোগত এসব কাজ সম্পন্ন হওয়ায় প্রকল্পের পরবর্তী উন্নয়ন কার্যক্রম আরও দ্রুত ও সুচারুভাবে বাস্তবায়নের পথ সুগম হয়েছে।