সিলেট-৩ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা মুসলেহ উদ্দীন আহমদ রাজু (রিকশা মার্কা)র সমর্থনে বালাগঞ্জ উপজেলার মোরার বাজারে এক জনসংযোগ ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) বাদ মাগরিব আয়োজিত এই কর্মসূচিতে এলাকার সর্বস্তরের জনসাধারণ অংশ নেন।
জনসংযোগ ও প্রচার মিছিলটি মোরার বাজার এলাকা প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা রিকশা মার্কার পক্ষে স্লোগান দেন এবং সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।
নেতৃবৃন্দ ও কর্মীরা বলেন, সিলেট-৩ আসনের উন্নয়ন ও জনস্বার্থ রক্ষায় রিকশা মার্কার প্রার্থী হাফিজ মাওলানা মুসলেহ উদ্দীন আহমদ রাজুকে বিজয়ী করতে তাঁরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করছেন।
কর্মসূচিতে স্থানীয় ১১ দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।