সিলেটের বিশ্বনাথে উপজেলার ‘দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে ৮ম মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারী) চাউলধনী স্কুল এন্ড কলেজ মাঠে ইউনিয়নের ২৯টি (প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা) শিক্ষাপ্রতিষ্ঠানের সুবিধা বঞ্চিত ও মেধাবী ১৩৬ জন শিক্ষার্থীর মাঝে ওই মেধাবৃত্তি বিতরণ করা হয়।
ট্রাস্টের বাংলাদেশ কমিটির আয়োজনে অনুষ্ঠিত ৮ম মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের চেয়ারপার্সন মো. মাফিজ খান। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানের কার্যক্রম।
‘দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের বাংলাদেশ কমিটির সভাপতি মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে ও দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের এ্যাসিস্ট্যান্ট ট্রেজারার আব্দুল হামিদ খান সুমেদের পরিচালনায় অনুষ্ঠিত মেধাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ভাইস চেয়ারপার্সন মোহাম্মদ মিছবাহ উদ্দিন, সেক্রেটারী গুলজার খান, এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী আব্দুর রহিম রঞ্জু, এ্যাসিস্ট্যান্ট ট্রেজারার ও দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সেক্রেটারী হাসিনুজ্জামান নুরু, যুক্তরাজ্যে গ্রেটার ম্যানজেস্টারে রাজা মনোনীত ল্যাফট্যানেন্ট মোজাহিদ খান, উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারী শরিফুল ইসলাম, ইসি মেম্বার ও দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী আবুল হোসেন মামুন, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ট্রাস্টি বাবরুল হোসেন বাবুল, আজিজুর রহমান খান রাজু, দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা ট্রেজারার ও ট্রাস্টি মাহবুব আলী চুনু, ইসি মেম্বার শাহ শাহিদুন নূর ইসলাম, ট্রাস্টি হাজী নেছার আহমদ, আব্দুন নূর, আবুল কাহার আলী, আনহার মিয়া।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের মেম্বার শফিক আহমদ পিয়ার, ৮নং ওয়ার্ডের মেম্বার নজরুল ইসলাম আজাদ, দৌলতপুর আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক হাসানুজ্জামান, দশপাইকা আলীম মাদ্রাসার শিক্ষক মাওলানা ফারুক আহমদ, চাউলধনী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সাজিদা আক্তার মুন্নী। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন দশপাইকা আলীম মাদ্রাসার শিক্ষার্থী হাফিজ ইমন আহমদ, স্বাগত বক্তব্য রাখেন চাউলধনী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আনহার মিয়া ও শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা লুৎফুর রহমান।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ট্রাস্টি সাহিদুর রহমান, আব্দুল গফুর, নূর ইসলাম, আবু তাহের, রফিকুল ইসলাম, তোফাজ্জল আলম তোফায়েল প্রমুখ এবং বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।