সুশাসনের জন্য নাগরিক (সুজন) সুনামগঞ্জ জেলা কমিটির উদ্যোগে আয়োজিত ‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনের ৫ জন প্রার্থীর মধ্যে তিনজন প্রার্থী অংশগ্রহণ করেছেন।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণের মুক্তমঞ্চে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা সুজনের সভাপতি নুরুল হক আফিন্দী। জেলা সুজনের সাধারণ সম্পাদক ফজলুল করিম সাইদ এবং ডি এফ কর্ণবাবু দাস যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার রায়হান উদ্দিন ও আবু সালেহ মোহাম্মদ ইউসুফ। স্বাগত বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা সুজনের সিনিয়র সহসভাপতি আলী হায়দার।
এতে উপস্থিত ছিলেন বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরীন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা শহীদুল ইসলাম পলাশী এবং জাতীয় পার্টির প্রার্থী নাজমুল হুদা হিমেল।
ভোটারের প্রশ্নে উত্তরে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরীন বলেন, আমি নির্বাচতি হলে সুনামগঞ্জে রেল লাইন আনার চেষ্টা করবো। সুনামগঞ্জ শহর হবে একটি ক্লিন শহর। এখানে মাদক এবং চাঁদাবাজদের অস্তিত্ব থাকবে না। শহরের কামারখালকে পূর্বের ন্যায় ফিরিয়ে আনতে চেষ্টা করবো।
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা শহীদুল ইসলাম পলাশী বলেন, সকল জায়গায় নারীদের যথাযথ মূল্যায়ন করা হবে, কোন অফিসে দুর্নীতি চলবে না। শহর হবে দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত। নির্বাচিত হলে সুনামগঞ্জ উত্তর সুরমায় সেতু নির্মাণ করবো। আমি যদি নির্বাচিত নাও হই, চাঁদাবাজ ও দুর্নীতিবাজ মুক্ত সুনামগঞ্জ গড়তে আপনাদের কাতারে এসে কাজ করবো।
জাতীয় পার্টির প্রার্থী নাজমুল হুদা হিমেল বলেন, দেশের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তরুণরা। সে অনুপাতে তরুণদের আগামী দিনের জন্য রাষ্ট্রের সম্পদ হিসেবে প্রতিষ্ঠিত করতে সুনামগঞ্জে কোন সুযোগ নেই। আমি নির্বাচিত হলে তরুণ সমাজকে কারিগরি শিক্ষায় ক্ষিতি করতে আমার নির্বাচনী এলাকায় কারিগড়ি প্রতিষ্ঠান গড়তে জোর দেবো।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সুজনের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, কলামিস্ট সুখেন্দু সেন, সদর উপজেলা সুজনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম পলাশ, জেলা সুজনের নির্বাহী সদস্য অ্যাডভোকেট খলিল রহমান ও মাসুম হেলাল।
অনুষ্ঠানে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন অংশগ্রহণ করেন। তাঁরা প্রার্থীদের বক্তব্য শোনেন এবং মতামত তুলে ধরেন।