এক মঞ্চে দাঁড়িয়ে এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেছেন হবিগঞ্জ-২ বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের তিন প্রার্থী।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাস্তাঘাটের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও মাদক নিয়ন্ত্রণসহ এলাকার উন্নয়নে নির্বাচন পরবর্তি সময়ে তাদের ভূমিকার কথা ও জনগনের সামনে তুলে ধরেন প্রার্থীরা।
শনিবার (৩১ জানুয়ারি) স্থানীয় বড় বাজারের শহীদ মিনারে উন্মুক্ত মঞ্চে "জনগনের মুখোমুখি" অনুষ্ঠানে এই অঙ্গীকার করেন প্রার্থীরা।সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর আয়োজনে বেলা সাড়ে দশটা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই অনুষ্ঠান হয়।এতে বানিয়াচং উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার নাগরিক উপস্তিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজন বানিয়াচং উপজেলা শাখার সভাপতি কৃষক দেওয়ান সোয়েব রাজা।
সুজনের সদস্য সচিব প্রভাসক জসিম উদ্দিনের সঞ্চালনায় জনগনের মুখোমুখি অনুষ্ঠানে বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের পাঁচজন প্রার্থীর মধ্যে তিনজন প্রার্থী অংশ নেন এবং অনুষ্ঠানে অংশগ্রহণকারী জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
কোন প্রার্থী আগে বক্তব্য দেবেন, তা নির্বাচন কমিশনের তালিকা অনুযায়ী নির্ধারণ করা হয়।
এছাড়াও অনুষ্ঠানে অংশ নেওয়া জনগনের মঞ্চ থেকে প্রত্যেক প্রার্থীকে তিনটি করে প্রশ্ন করার সুযোগ রাখেন আয়োজক কমিটি। প্রার্থীরা এসব প্রশ্নের উত্তর দেন।প্রার্থীদের কে সংবাদ কর্মীরা প্রশ্ন করার ব্যবস্থা না থাকায় আয়োজক কমিটির প্রতি সংবাদ কর্মীরা ক্ষোভ প্রকাশ করেন।
প্রার্থীদের সূচনা বক্তব্যে ধানের শীষের প্রার্থী ডাক্তার সাখাওয়াত হাসান জীবন বলেন,সংসদ হলো আইন প্রনয়নের জায়গা।তাই প্রত্যেক সংসদ সদস্য প্রার্থীদের আইন সম্পর্কে ধারনা থাকা জরুরী। সাধারন জনতার আরেক প্রশ্নোত্তরে ডা:জীবন বলেন,এই দেশ সামাজিক সম্প্রীতির দেশ।জনগন ভোট দিয়ে নির্বাচিত করলে দল,মতের উর্ধ্বে উঠে সামাজিক সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে কাজ করবো।
অন্য নাগরিকের প্রশ্নের জবাবে ডা: জীবন বলেন,আমি দীর্ঘদিন থেকে বানিয়াচং-আজমিরীগঞ্জের বিভিন্ন এলাকায় বিচরন করছি।আমার নির্বাচনী এলাকার প্রধান সমস্যাগুলো কি কি তা আমি জানি।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে আল্লাহ চাইলে আর আপনারা ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করলে এসব সমস্যা সমাধানে সবাইকে সাথে নিয়ে পরিকল্পিত পদক্ষেপ নিবো।
জামায়ত ইসলামী-খেলাফত মজলিশ ও ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেন,আমি নির্বাচিত হলে দূর্নীতির বিরুদ্ধে জোরালো অবস্থান নিবো।
নাগরিক অলিউর রহমানের প্রশ্নোত্তরে বাছিত আজাদ বলেন,ইসলামী শরীয়া আইন অনুযায়ী নারীদের জীবন মানোন্নয়নে তিনি কাজ করবেন।
স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক আফছার আহমেদ রুপক বলেন,আমি দীর্ঘদিন থেকে বানিয়াচং-আজমিরীগঞ্জের মানুষের সাথে আছি।শত শত রোগীর চিকিৎসায় নিজের সর্বোচ্চ দিয়ে সহযোগীতা করেছি।
সমাপনী বক্তব্যে বানিয়াচং উপজেলা সুজন সভাপতি সোয়েব রাজা বলেন,এ আয়োজনের উদ্দেশ্য হলো ভোটার ও প্রার্থীদের মধ্যে সমন্বয় করা।