জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুর রহমান। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ইউনিয়নের মল্লিকপুর, কলকতখা, ভীমখালী, নোওয়াগাঁও ও ঘাগটিয়া বাজার এলাকায় এ গণসংযোগ কার্যক্রম পরিচালনা করা হয়।
গণসংযোগকালে স্থানীয় ব্যবসায়ী, সাধারণ ভোটার ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য ফরিদ মিয়া ও নূরে আলম ফরাজি, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, ভীমখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রইছ আলী তালুকদার, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল খালিক, সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নাজিম উদ্দীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়াহিদুর রহমান, সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নূরুল হুদা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তৌফিকুর রহমান, ইউনিয়ন বিএনপির সদস্য সেলিম আহমদ জায়গীরদার, দুলদুল, হোসেন আলী, বিএনপি নেতা আরাফাত উল্লাহ, মদরিছ আলী, আবুল কালাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, ভীমখালী ইউনিয়ন যুবদলের সভাপতি আফজল হোসেন, উপজেলা ছাত্রদল নেতা রহিম বাদশা, আলী হোসেন, মুরছালিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
গণসংযোগকালে নেতৃবৃন্দ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।