“সুস্থ দেহে সুন্দর মন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালগঞ্জ কিন্ডার গার্ডেন এন্ড জুনিয়র হাই স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জড়িনা আক্তার বীনার সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক আলী আমজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. ফারজেল হোসেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কাশেম, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, সমাজসেবক আব্দুর রব ও দেশ প্রবাস সভাপতি নূরুল হক।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য হাবিবুর রহমান, নূরে আলম কাউসার, ফজলুল হক, ফাতেমা খাতুন, সাবেক সদস্য এম আল আমিন, সাবিহা আলম, মনির হোসেন, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সামছুল আলম, সদস্য মিনহাজুর রহমান মানিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন বিদ্যালয়ের শারীরিক শিক্ষক আল বাতেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর বলেন, শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা বিকাশে শুধু পাঠ্যবই যথেষ্ট নয়। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের বহুমাত্রিকভাবে গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব। বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, সহনশীলতা, দলগত চেতনা ও আত্মবিশ্বাস গড়ে তোলে।
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, মননশীলতা বিকাশ এবং নেতৃত্বগুণ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সুস্থ, সচেতন ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক।