বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধানের শীষের মনোনীত সিলেট-৩ আসনের প্রার্থী এম এ মালিকের সমর্থনে ও বিএনপি নেতা খালেদুজ্জামান খালেদের উদ্যোগে ও সভাপতিত্বে ৩০ জানুয়ারী শুক্রবার এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- বিএনপির মনোনীত প্রার্থী এম এ মালিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ব্যারিস্টার আবদুস সালাম, বিএনপি নেতা তসলিম আহমেদ নীহার, আব্দুল আহাদ খান জামাল, মোয়াজ্জেম হোসেন শাহেদ- প্রমূখ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক'কে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও কর্মীরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।
এজন্য আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে এম এ মালিক'কে ধানের শীষ প্রতীক'কে বিপুল ভোটে বিজয়ী করার জন্য সকল ভোটারের প্রতি আহ্বান জানান।
উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।