হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা বাজারে শুক্রবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫টি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অল্পের জন্য রক্ষা পেয়েছে ওই মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত বাংলাদেশ কৃষি ব্যাংকসহ আশপাশের বেশ কয়েকটি প্রতিষ্ঠান।
খবর পেয়ে নবীগঞ্জ ও বাহুবল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিনির্বাপণ কাজে সহায়তা করে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল।
স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার সকালে পানিউমদা বাজারের একটি মার্কেটের আন্ডারগ্রাউন্ডে অবস্থিত তোলার (গুদাম) দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।
অপরিকল্পিতভাবে গড়ে ওঠা মার্কেট হওয়ায় ভেতরে প্রবেশের পর্যাপ্ত রাস্তা না থাকায় এবং নিকটস্থ পানির উৎসের অভাবে প্রথমদিকে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। পরে দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। বিকেল প্রায় ৩টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ বিষয়ে বাহুবল ফায়ার সার্ভিসের ইনচার্জ এনামুল হাসান চৌধুরী বলেন, “মার্কেটটি অপরিকল্পিতভাবে নির্মিত হওয়ায় ভেতরে ঢোকার মতো রাস্তা নেই। রাতে যদি এই অগ্নিকাণ্ড ঘটত, তাহলে ব্যাংকসহ আশপাশের বড় ক্ষতি হতো। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তোলার দোকান থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ক্ষতির পরিমাণ আনুমানিক ১০ থেকে ১২ লাখ টাকা হতে পারে।”
অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা চরম দুর্ভোগে পড়েছেন।