সাটিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শামীম খাঁন জানান- বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) গভীর রাতে উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের হানাঘড়ি গ্রামের সুহেল মিয়ার গোয়াল ঘরে আগুন লেগে ৪ টি গরু পুড়ে ছাঁই হয়ে যায়। এর মধ্যে দুটি ষাঁড় গরু রয়েছে।
গরুগুলোর মুল্য ৬ লক্ষ টাকা হবে বলে জানান গরুর মালিক সুহেল মিয়া। আগুনের সুত্রপাত কি জানা না গেলেও কেহ আগুন লাগাতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন সুহেল মিয়া। কারন তার গোয়াল ঘরে বিদ্যুৎ সংযোগ নেই। কেউ না লাগালে কি ভাবে আগুন লাগবে?
খবর পেয়ে শুক্রবার (৩০ জানুয়ারী) সকালে চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান ও সৈয়দ সাকেরুল হাসান ঘটনার স্থান পরিদর্শন করেছেন।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান- খবর পেয়ে পুলিশ পাটিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।