গোলাপগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট- জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সরকারি এমসি একাডেমির সামনে এ দুর্ঘটনা ঘটে। শানাজ আহমদ (২৫) নামের মোটর সাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
নিহত যুবক বিশ্বনাথ উপজেলার শ্রীপুর রামপাশা গ্রামের মখন মিয়ার ছেলে। তিনি সিলেট নগরীর একটি পোল্ট্রি ফার্মের গাড়ি চালক।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সিলেট থেকে সহকর্মীদের সাথে দাওয়াত খেতে গোলাপগঞ্জ পৌর এলাকার ফুলবাড়ি পূর্বপাড়া গ্রামে এসেছিলেন নিহত যুবক।
দাওয়াত খেয়ে অন্য আরেক জনের মোটরসাইকেল নিয়ে গোলাপগঞ্জ পৌর শহরের উদ্দেশ্যে রওয়ানা হন তিনি। পথিমধ্যে সরকারি এমসি একাডেমির সামনে পৌঁছামাত্র মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সাথে ধাক্কা লাগে ধাক্কা খেয়ে মোটরসাইকেল থেকে ছিটকে তিনি ডিভাইডারের অপর প্রান্তে গিয়ে পড়া মাত্র বিপরীত দিক থেকে আসা (ঢাকা মেট্রো-ট-১৮২৮৬৯) ট্রাকের চাকার নিচে পড়ে যান তিনি। চাকার নিচে পড়ে তার মাথা থেতলে যায়। এসময় ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ও ফায়ারসার্ভিস ঘটনাস্থলে আসে। সুরতহাল শেষে মরদেহ গোলাপগঞ্জ মডেল থানায় নিয়ে যায় পুলিশ।
গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক অনুমপ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ নিয়ে থানায় আসা হয়েছে।