মাদক সন্ত্রাস ও অসামাজিক কার্যকলাপ রোধে যুব সমাজের উদ্যোগে সুনামগঞ্জে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকাল তিনটায় সুনামগঞ্জ পৌর শহরের তেঘরিয়া নদীরপাড় এলাকায় তেঘরিয়া ক্রিকেট প্রিমিয়ামলীগ সিজন-১ নামে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়। টুর্নামেন্টে মোট ১২টি দল অংশগ্রহণ করবে।
টুর্নামেন্টের উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা প্রেসক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু।
এসময় আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুমেন আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামান কমরু, ওয়াতিন মিয়া, মসকুর মিয়া, শাকিল মিয়া, সুভেন মিয়া, রেজাউল হোসেন।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে মল্লিকপুর এস সি ও জলিলপুর মাহী এস সি। খেলায় জলিলপুর মাহী এসসি সাত ওভারে জয়লাভ করে।
খেলা পরিচালনা করেন জাকির হোসেন জাকু। ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন দল একটি খাসী এবং রানার্স আপ দলকে একটি ট্রফি পুরস্কার প্রদান করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে লতিফুর রহমান রাজু বলেন খেলাধূলার মাধ্যমে যুবকরা সমাজকে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কার্যকলাপ থেকে বিরত রাখতে যারা এই আয়োজন করেছেন এটি নিঃসন্দেহে একটি মহৎ কাজ। পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। খেলাধুলার চর্চা অব্যাহত রাখতে আগামীতে আরও বড় পরিসরে বিভিন্ন ধরনের খেলাধুলা প্রতিযোগিতার আয়োজনের জন্য সর্বাত্মক সহযোগিতা করা হবে।