জৈন্তাপুর উপজেলার লালাখাল সারী নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃতু হয়েছে।
নিহত আবু মুসাআব আমিন(২৩) সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২/২৩ সেশনের শিক্ষার্থী ছিলেন।
(৩০ জানুিয়ার) শুক্রবার দুপুর ১ টার দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার লাশ উদ্বার করতে সক্ষম হয়।
নিহত আবু মুসাআব আমিন গাজিপুর জেলার কালিয়াকর উপজেলার সকিপুর গ্রামের শেখ মো: শহিদুর রহমানের পুত্র।
জানাগেছে, তিনি সহ কয়েকজন বন্ধু-বান্ধব মিলে লালাখাল ঘুরতে আসেন। লালাখাল সারী নদীর জিরো পয়েন্টে এলাকা ঘুরে তারা নদীতে গোসল করতে নামেন। সবার শেষ তিনি গোসল করতে গিয়ে পানিতে নিখোঁজ হয়ে যান। সম্ভবত চোরাবালুতে তিনি আটকা পড়েন।
খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে অন্তত তিন ঘণ্টা তল্লাশি চালিয়ে বিকেল সাড়ে ৩ টার দিকে তার লাশ উদ্বার করে থানায় নিয়ে আসা হয়। এই ঘটনার সংবাদ পেয়ে শাবি প্রক্টর বডির সদস্য প্রফেসর সাইফুল ইসলামের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হন।
এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মহবুবুর রহমান মোল্লা জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে মরদেহ উদ্ধার করতে সক্ষম হয় ।
লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশ ময়না তদন্ত করতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।