অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স র্যাঙ্কিংয়ে বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ১৮৯ জন গবেষক। এর মধ্যে বিশ্ববিদ্যালয়টির সেরা দশ গবেষকের মধ্যে রয়েছেন দশজন শিক্ষক। সম্প্রতি অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স র্যংকিং-২০২৪ এ বিশ্বসেরা গবেষকদের প্রকাশিত তালিকায় স্থান পেয়েছেন তারা।
এ তালিকায় শীর্ষস্থান অর্জন করেছেন এক্যুয়াকালচার বিভাগের অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেন। এর পরেই যথাক্রমে রয়েছেন কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুল হাসান, জলজ সম্পদ ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুন্ডু, প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. মো: মাছুদুর রহমান, এপিডেমিওলজি ও পাবলিক হেলথ বিভাগের অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ, মেডিসিন বিভাগের অধ্যাপক ড. মো. বাশির উদ্দিন, কীটতত্ব বিভাগের অধ্যাপক ড. চন্দ্রকান্ত দাশ, কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ড. রানা রায়, কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা সামছুজ্জামান এবং ফার্মাসিউটিক্যালস ও ইন্ডাস্ট্রিয়াল বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান ।
আন্তর্জাতিক মানের এ সূচকটির ওয়েবসাইটের তথ্যমতে, গবেষকদের মোট ১৪টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে।
এডি সায়েন্টিফিক ইনডেক্স র্যাঙ্কিং এর সর্বশেষ তালিকায় বাংলাদেশের ১৬ হাজার ৬৪২ জন গবেষক স্থান পেয়েছেন। যার মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা ১০ এ স্থান পেয়েছেন সিকৃবির বিভিন্ন বিভাগের ১০ জন শিক্ষক । সায়েন্টিফিক ইনডেক্স গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত ছয় বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স ও সাইটেশন স্কোরের ভিত্তিতে এ র্যাঙ্কিং করা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের মত একটি ছোট ক্যাম্পাস থেকে এতজন গবেষক শীর্ষ গবেষকদের তালিকায় এসেছে এটা অবশ্যই গর্বের বিষয়। ভালো মানের গবেষণা অনেক কিছুর উপর নির্ভর করে। গবেষনার মান বৃদ্ধির জন্য আমরা বাইরের দেশের সাথে কোলাবরেশন বৃদ্ধি এবং অর্থায়নের বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছি।
শিক্ষার্থীদের গবেষণায় উদ্বুদ্ধ করতে আপনাদের কোন পরিকল্পনা রয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের সাউরেস (সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্স সিস্টেম) কেন্দ্রিক তিন বছর বা এক বছরের বিভিন্ন প্রজেক্ট আমরা দিচ্ছি। এতে করে ছাত্ররা এখানে বিভিন্ন প্রবলেম আইডেন্টিফাই করবে এবং তা সমাধানের জন্য কাজ করবে। এটা যদি কার্যকর হয় সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাইরের বিশ্ববিদ্যালয়ে যেতে উদ্বুদ্ধ হবে না এবং এখান থেকেই তারা ভালো মানের গবেষক হতে পারবে।
প্রসঙ্গত, এডি সায়েন্টিফিক ইনডেক্স হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম, যা বৈজ্ঞানিক গবেষণা, প্রকাশনা এবং গবেষকদের উদ্ভাবনী দক্ষতার উপর ভিত্তি করে র্যাঙ্কিং নির্ধারণ করে। এখানে গবেষকদের এইচ-ইনডেক্স, আই-ইনডেক্স এবং গুগল স্কলারের মাধ্যমে প্রকাশিত নিবন্ধ ও গবেষণাপত্রের সাইটেশনসহ বিভিন্ন সূচক পর্যালোচনা করা হয়।