সুনামগঞ্জ-২ আসনে (দিরাই-শাল্লা) প্রার্থী পরিবর্তন করেছে বিএনপি। এ আসনে নতুন করে মনোনয়ন দেওয়া হয়েছে আইনজীবী তাহির রায়হান চৌধুরী পাবেলকে। এরআগে এই আসনে বিএনপি থেকে প্রবীন নেতা ও সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছিলো।
তবে শনিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাক্ষরিত এক চিঠিতে রায়হান চৌধুরী পাবেলকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়।
এ তথ্য নিশ্চিত করে রায়হান চৌধুরী পাবেল বলেন, বিষয়টি আমি শনিবারই শুনেছি। তবে আজ রোববার দলের চিঠি হাতে পেয়েছি।
সিলেট জেলা জজ কোর্টের আইনজীবী পাবেল বলেন, আমি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। ইতোমধ্যে মনোনয়নপত্রও সংগ্রহ করেছি।
এরআগে গত ৫ ডিসেম্বর সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন চৌধুরীকে মনোনয়ন প্রদান করা হয়। বয়োবৃদ্ধ নাসির নানা শারিরীক অসুস্থতায় ভূগছেন।
মনোনয়ন পরিবর্তন নিয়ে নাসির উদ্দিন চৌধুরীর বক্তব্য জানা সম্ভব হয়নি।