সুনামগঞ্জ ৩ (জগন্নাথপুর শান্তিগঞ্জ) নির্বাচনী আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন।
রবিবার(২৮ ডিসেম্বর) দুপুর ১২ টায় শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও শান্তিগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ শাহজাহানের কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন।
মনোনয়নপত্র জমাদানকালে উপস্থিত ছিলেন সমর্থনকারী রেজু মিয়া, প্রস্তাবকারী রমজান আলী, প্রবীন মুরুব্বী তারিফ মিয়া, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সলিবনুর বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ফরিদুর রহমান ফরিদ, জেলা যুবদলের সদস্য মুফাসসির আহমদ রিয়াদ সহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠ সহ এলাকার সর্বস্তরের সহস্রাধিক নেতৃবৃন্দ। মনোনয়নপত্র জমাদানের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান প্রার্থীকে নির্বাচনী আচরণ বিধি মেনে প্রচার প্রচারণা করার সময় জনগনকে স্বতঃস্ফূর্ত ভোটাদিকার প্রয়োগ সহ গণভোট দেওয়ার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার জন্য প্রার্থী সহ উপস্থিত সবার কাছে আহবান জানান। একই দিনে জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে মনোনয়নপত্র জমা করেন ব্যারিস্টার আনোয়ার হোসেন।