সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় অপারেশন ডেবিল হান্ট ফেজ–২ এর আওতায় অভিযান চালিয়ে এক শ্রমিকলীগ নেতাকে গ্রেফতার করেছে জামালগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ বন্দে আলীর নেতৃত্বে পুলিশের একটি দল জামালগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সায়েম পাঠান (৪৫) নামে এক শ্রমিকলীগ নেতাকে গ্রেফতার করা হয়। তিনি জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের নুরপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে এবং সুনামগঞ্জ জেলা শ্রমিকলীগের সদস্য।
এ বিষয়ে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ বন্দে আলী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত সায়েম পাঠানকে স্পেশাল পাওয়ার অ্যাক্ট, ১৯৭৪ এর ১৫(৩) ধারায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে তাকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।