রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সুনামগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী বদল: নাসিরের বদলে পাবেল সংবাদ সম্মেলনে জামায়াত আমির - জামায়াতের আসন সমঝোতা জোটের চেয়েও ‘শক্তিশালী’ প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ পরীক্ষার্থীদের কথা বিবেচনায় জামায়াতের মহাসমাবেশ স্থগিত গণ অধিকার পরিষদে যোগ দিলেন মেঘনা আলম “প্রবাসী সম্মাননা ২০২৫” ভূষিত হলেন বিশ্বনাথের আয়াছ মিয়া সুনামগঞ্জ ৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন জামালগঞ্জে ডেবিল হান্ট অপারেশনে শ্রমিকলীগ নেতা গ্রেফতার জামালগঞ্জে বিভাগীয় কমিশনারের উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও শীতবস্ত্র বিতরণ কানাইঘাটে চাকসু মামুন - জনগণের টিকেটের চেয়ে বড় কিছু নেই
advertisement
সিলেট বিভাগ

কানাইঘাটে চাকসু মামুন

জনগণের টিকেটের চেয়ে বড় কিছু নেই

সিলেট জেলা বিএনপির প্রথম সহ-সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন) বলেছেন, জনগণই সকল ক্ষমতার উৎস। আগামী দিনের নির্বাচনে জনগণের টিকেটের চেয়ে বড় আর কোনো টিকেট হতে পারে না। জকিগঞ্জ-কানাইঘাটের মানুষ যদি আমাকে সমর্থন ও সহযোগিতা দেয়, তবে আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে কানাইঘাট বাজারে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মূলত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হলেও নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সেটি এক বিশাল জনসমাবেশ ও শোডাউনে রূপ নেয়।

বেলা আড়াইটা থেকে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা কানাইঘাট পৌর শহরের বাইপাস পয়েন্টে জড়ো হতে থাকেন। সেখান থেকে একটি বিশাল শোডাউন শহর প্রদক্ষিণ করে কানাইঘাট মধ্য বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে চাকসু মামুন বলেন, পিছিয়ে থাকা জকিগঞ্জ-কানাইঘাটের প্রত্যাশিত উন্নয়নের লক্ষ্যেই আমি আগামী নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছি। দীর্ঘ সময় ধরে এই অঞ্চলে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। রাস্তাঘাট, শিক্ষা ও স্বাস্থ্যসেবার বেহাল দশা বিরাজ করছে। উন্নয়ন প্রশ্নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।


সিলেট-৫ আসনকে বিএনপির দুর্গ হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, তৃণমূলের নেতাকর্মীরা আগামী নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছে। এ অঞ্চলে বিএনপিকে দুর্বল করার জন্য নানামুখী ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র রুখতে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। ইনশাআল্লাহ, জকিগঞ্জ-কানাইঘাটের মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে আমরা এ দুর্গ রক্ষা করব।


কানাইঘাট উপজেলা বিএনপির সহ-সভাপতি ডা. ইয়াকুব আলীর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান পারভেজ ও কোষাধ্যক্ষ আবুল বাশারের যৌথ পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন— জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন সেলিম, সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ, কানাইঘাট উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মালিক চৌধুরী চেয়ারম্যান, মাস্টার আবু বক্কর চেয়ারম্যান, রফিক আহমদ চৌধুরী চেয়ারম্যান, মানিক মিয়া চেয়ারম্যান, ডা. আবু শহীদ শিকদার, ও ওয়েছ আহমদ।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন— সিলেট মহানগর কৃষকদলের সহ-সভাপতি নজরুল ইসলাম প্রধান, জেলা বিএনপির সদস্য মাহবুবুল আলম, কানাইঘাট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহ-সভাপতি জালাল আহমদ জনি, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাওছার আহমদ বাঙালি, প্রচার সম্পাদক ফারুক আহমদ, ছাত্র বিষয়ক সম্পাদক রুহুল আমিন, সাবেক জেলা ছাত্রদল নেতা অ্যাডভোকেট নাসির উদ্দীন সাদিক এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের উপজেলা ও পৌর ইউনিটের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এই সম্পর্কিত আরো

সুনামগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী বদল: নাসিরের বদলে পাবেল

সংবাদ সম্মেলনে জামায়াত আমির জামায়াতের আসন সমঝোতা জোটের চেয়েও ‘শক্তিশালী’

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

পরীক্ষার্থীদের কথা বিবেচনায় জামায়াতের মহাসমাবেশ স্থগিত

গণ অধিকার পরিষদে যোগ দিলেন মেঘনা আলম

“প্রবাসী সম্মাননা ২০২৫” ভূষিত হলেন বিশ্বনাথের আয়াছ মিয়া

সুনামগঞ্জ ৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন

জামালগঞ্জে ডেবিল হান্ট অপারেশনে শ্রমিকলীগ নেতা গ্রেফতার

জামালগঞ্জে বিভাগীয় কমিশনারের উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও শীতবস্ত্র বিতরণ

কানাইঘাটে চাকসু মামুন জনগণের টিকেটের চেয়ে বড় কিছু নেই