সিলেটের কোম্পানীগঞ্জের ধলাই নদীর সাদাপাথর লুটপাটের ঘটনায় অভিযুক্ত ও সাময়িক বরখাস্তকৃত ইউপি সদস্য দেলোয়ার হোসেন জীবন ওরফে জীবন মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে সাতটায় ‘ডেভিল হান্ট ফেইস-২’ অভিযানের আওতায় কাঁঠালবাড়িস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত দেলোয়ার হোসেন জীবন উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন এবং উপজেলা সদর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য হিসেবে দায়িত্বরত ছিলেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, চলমান বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট ফেইস-২’-এর আওতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পাথর লুটের ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) তালিকায় তার নাম থাকার বিষয়টিও আইনি প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হবে। আগামীকাল (রবিবার) তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, ধলাই নদীর পাথর ও বালু লুটপাটে জড়িত থাকার অভিযোগে চলতি বছরের প্রথমার্ধে স্থানীয় সরকার বিভাগ থেকে দেলোয়ার হোসেন জীবনকে সাময়িক বরখাস্ত করা হয়। উপ-সচিব মো. নুরে আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়েছিল, তার বিরুদ্ধে সংঘটিত অপরাধমূলক কর্মকাণ্ড জনস্বার্থের পরিপন্থী হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এর ৩৪(১) ধারা অনুযায়ী তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাথর কাণ্ডে দুদকের তালিকা থেকে নিজের ও তার সহোদরের নাম বাদ দেওয়ার উদ্দেশ্যে স্থানীয়দের কাছ থেকে গণস্বাক্ষর সংগ্রহ করতে গিয়ে বিতর্কে জড়ান জীবন মেম্বারের সহোদর ইকবাল হোসাইন আরিফ । এ নিয়ে উপজেলা সদরের এক ভেন্ডার ব্যবসায়ীর সাথে বাকবিতণ্ডা ও পরবর্তীতে পাল্টা মামলা দায়েরের ঘটনায় তিনি ও তার পরিবারের সদস্যরা বেশ আলোচিত ও সমালোচিত হন।
কোম্পানীগঞ্জের পাথর খেকো ও অপরাধী চক্রের বিরুদ্ধে পুলিশের এই ‘ডেভিল হান্ট’ অভিযান এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।