সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ করা হয়েছে।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পরিচালিত অভিযানে শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে দোয়ারাবাজার উপজেলার ৮নং বাংলাবাজার ইউনিয়নের ভাঙ্গারপাড়া এলাকায় মালিকবিহীন অবস্থায় এসব মদ উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, বাগানবাড়ী বিওপি কর্তৃক পরিচালিত অভিযানে সীমান্ত পিলার ১২২৬/এমপি থেকে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে মোট ৯৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক জাকারিয়া কাদের জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ মাত্রায় অব্যাহত রয়েছে।