বিয়ানীবাজারে হৃদয়বিদারক এক মানবিক ঘটনা ঘটেছে। গভীর রাতে জনমানবশূন্য রাস্তায়, কোনো আপনজনের ছোঁয়া কিংবা আশ্রয় ছাড়াই সন্তান প্রসব করেছেন এক পরিচয়হীন মানসিক ভারসাম্যহীন নারী। শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার দুবাগ চৌমুহনী এলাকায় এই ঘটনা ঘটে।
জানা যায়, রাতের বেলা হঠাৎ রাস্তায় এক নারী প্রসব বেদনায় কাতরাতে থাকেন। বিষয়টি নজরে এলে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। কোনো স্বজন বা চিকিৎসা সহায়তা ছাড়াই সেখানেই তিনি এক নবজাতকের জন্ম দেন।
খবর পেয়ে এলাকাবাসী মানবিক উদ্যোগে মা ও নবজাতককে নিরাপদ স্থানে সরিয়ে নেন এবং প্রাথমিক সহায়তা প্রদান করেন। তবে ওই নারীর পরিচয় নিশ্চিত করা যায়নি। স্থানীয়দের ধারণা, তিনি মানসিকভাবে অসুস্থ ও দীর্ঘদিন ধরে ভবঘুরে জীবনযাপন করে আসছিলেন।
এদিকে নবজাতকের পিতার পরিচয়ও জানা যায়নি। এ ঘটনায় এলাকায় একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে—এই শিশুর বাবা কে?
সচেতন মহল মনে করছেন, অসহায় ও মানসিক ভারসাম্যহীন নারীদের সুরক্ষা, চিকিৎসা ও পুনর্বাসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন।