সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে দিরাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সনজীব সরকারের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দিরাই শাখার সভাপতি মাওলানা আশরাফ আলীসহ স্থানীয় কয়েকজন নেতাকর্মী ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিরা।
মনোনয়ন ফরম সংগ্রহকালে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির প্রশাসনের দায়িত্বশীলদের উদ্দেশে বলেন, একটি সুস্পষ্ট, জবাবদিহিমূলক ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দায়িত্ব প্রশাসনের। তিনি বলেন, আপনাদের দায়িত্ব হলো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। আপনারা কারও পক্ষে কিংবা বিপক্ষে থাকবেন না আপনারা থাকবেন মানুষের পক্ষে, জনগণের পক্ষে।
তিনি আরও বলেন, মানুষ নিরাপদ বোধ করলেই নির্বাচন উৎসবমুখর হবে। মানুষ যদি নিরাপত্তাহীনতায় ভোগে এবং ভোটকেন্দ্রে না আসে, তাহলে যত আয়োজনই করা হোক না কেন, সে নির্বাচনের কোনো বাস্তব মূল্য থাকবে না। বক্তব্যে তিনি উল্লেখ করেন, মনোনয়ন ফরম সংগ্রহের সময় তাঁদের সঙ্গে হিন্দু সমাজের পুরোহিত, মুক্তিযোদ্ধা, নারী প্রতিনিধি ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিরা উপস্থিত ছিলেন, যা সামাজিক ঐক্যের প্রতীক। তিনি বলেন, সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি নতুন দিরাই-শাল্লা গড়তে চাই যেখানে প্রত্যেকে সম্মানবোধ করবে এবং নিরাপদ পরিবেশে বসবাস করতে পারবে।