গোলাপগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে এক কুখ্যাত ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ডাকাত সদস্য সেলিম আহমদ (৪০) উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর গ্রামের মৃত আব্দুল মোছাব্বিরের পুত্র।
পুলিশ সুত্রে জানাযায়, বুধবার (২৪ ডিসেম্বর) রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ গোলাপগঞ্জ পৌর সদরের টিকরবাড়ী এলাকা থেকে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক আবু সাইদ জানান, তার বিরুদ্ধে ডাকাতি, মাদকসহ একাধিক মামলা রয়েছে।