বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

সিলেটে সাতটি রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে বিশেষ স্বাস্থ্য সেমিনার অনুষ্ঠিত

সিলেটে সাতটি রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে হাঁটু, কোমর, ঘাড় ও কাঁধসহ বিভিন্ন মাংসপেশি ও অস্থিসংক্রান্ত ব্যথার কারণ, প্রতিকার ও প্রতিরোধ বিষয়ে একটি বিশেষ স্বাস্থ্যসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোটারিয়ান মোহাম্মদ আসাদুজ্জামান সায়েম এর সঞ্চালনায় অনুস্টিত প্রারম্ভিক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য  রাখেন রোটারি ক্লাব অব মিডটাউন এর প্রেসিডেন্ট রোটারিয়ান সেলীনা আক্তার চৌধুরী  । সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জালালাবাদ রোটারি হাসপাতাল এর পরিচালক ও ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট এর সিনিয়র কনসালটেন্ট ডা. সাঈদূর রহমান। তিনি হাঁটু, কোমর, ঘাড় ও কাঁধের ব্যথার সাধারণ ও জটিল কারণ, ঝুঁকিপূর্ণ জীবনযাপন, আধুনিক চিকিৎসা পদ্ধতি এবং দৈনন্দিন জীবনে প্রতিরোধমূলক করণীয় বিষয়ে প্রমাণভিত্তিক ও ব্যবহারিক দিকনির্দেশনা তুলে ধরেন।

আলোচক হিসেবে অংশ নেন যুক্তরাজ্যের এনএইচএস-এর সাবেক জিপি ডা. মোশাররফ হোসেন। তিনি দীর্ঘমেয়াদি ব্যথা ব্যবস্থাপনা, নিয়মিত ব্যায়াম, ভঙ্গি সংশোধন এবং সচেতন জীবনযাপনের গুরুত্ব নিয়ে আলোকপাত করেন। আলোচনা পর্ব শেষে অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণে প্রশ্নোত্তর অধিবেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি পিডিজি শহীদ আহমেদ চৌধুরী এবং পিডিজি লে. কর্নেল আতাউর রহমান পীর। বক্তব্য রাখেন আয়োজক ক্লাবসমূহের সভাপতি ও প্রতিনিধিরা— রোটারি ক্লাব অব জালালাবাদের প্রেসিডেন্ট রোটারিয়ান সুব্রত চক্রবর্তী জুয়েল, রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের প্রেসিডেন্ট সেলিনা চৌধুরী, রোটারি ক্লাব অব সিলেট গার্ডেন সিটির প্রেসিডেন্ট রোটারিয়ান সাইফুল আলম, রোটারি ক্লাব অব সিলেট ইম্পেরিয়ালের প্রেসিডেন্ট মোহাম্মদ বাহার উদ্দিন, রোটারি ক্লাব অব সিলেট গ্রিন সিটির প্রেসিডেন্ট রোটারিয়ান জিয়াউর রহমান খান, রোটারি ক্লাব অব সিলেট সানশাইনের প্রেসিডেন্ট রোটারিয়ান আব্দুল হাসিব এবং রোটারি ক্লাব অব সিলেট প্রিমিয়ারের প্রেসিডেন্ট।

বিভিন্ন পেশা ও বয়সের বিপুলসংখ্যক মানুষ সেমিনারে অংশগ্রহণ করেন। উল্লেখ্য,রোটারি ইন্টারন্যাশনাল প্রতি বছর ডিসেম্বর মাসকে রোগ প্রতিরোধ ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির মাস হিসেবে বিশ্বব্যাপী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে থাকে। সেই বৈশ্বিক উদ্যোগের অংশ হিসেবেই সিলেটের রোটারি ক্লাবসমূহ এই সময়োপযোগী ও জনকল্যাণমূলক সেমিনারের আয়োজন করে।

এই সম্পর্কিত আরো