সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন রেলগেইট থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের মহানগর গোয়েন্দা বিভাগ, ডিবি। তাদের দাবি, গ্রেপ্তারকৃতরা পেশাদার জুয়াড়ী।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশের মিঢিয়া সেল।
তারা জানায়, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে অনলাইন তীর শিলং জুয়া খেলা চলাকালে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, হবিগঞ্জের মাধবপুর থানার বাঘাশুরা কালিকাপুর এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে রাসেল মিয়া (২৫), দক্ষিণ সুরমার খোজারখোলা এলাকার ডি ব্লকের খলিল মিয়ার কলোনির খোকন আহমদ ও রিনা বেগমের ছেলে মনির আহমদ (২২) ও হবিগঞ্জের নবীবগঞ্জ থানার পানিউমদা লেবুবাগান এলাকার আকল আলী ও রিনা বেগমের ছেলে মো. শুক্কুর আলী (৩৮)।
সিলেটের মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান. এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।