সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বৃহত্তর দয়ার সীমান্ত এলাকায় মাদকের ভয়াল আগ্রাসন রুখতে এবং একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়েছেন স্থানীয় যুবসমাজ ও সর্বস্তরের জনগণ। "মাদককে না বলি, সুন্দর সমাজ গড়ি" স্লোগানকে সামনে রেখে গত সোমবার (২২ ডিসেম্বর) রাতে দয়ার বাজার পয়েন্টে এক বিশাল প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়।
দয়ার বাজার ব্যবসায়ী সমাজ কল্যাণ পরিষদের সাবেক সভাপতি ও আমেরিকা প্রবাসী কমিউনিটি নেতা আলহাজ্ব আব্দুর রকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, মাদকের ছোবলে এলাকার যুবসমাজ আজ ধ্বংসের পথে। তারা অবিলম্বে মাদক কেনাবেচা এবং সেবনের সাথে জড়িতদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান। অন্যথায়, প্রশাসনের সহযোগিতায় দুর্বার আন্দোলনের মাধ্যমে মাদক কারবারিদের এলাকা থেকে উচ্ছেদ করার হুঁশিয়ারি প্রদান করেন।
মাদক নির্মূলে বৃহত্তর দয়ার বাজার এলাকার যুবসমাজের আহবায়ক আবুল হোসেনের নেতৃত্বে রিয়াজ মিয়া, এমদাদুল হক মিলন, আলাউদ্দিন রিয়ানসহ স্থানীয় তরুণরা যেকোনো বাধা বিপত্তি উপেক্ষা করে মাদক নির্মূলে একযোগে কাজ করার শপথ নেন।
সভাপতির বক্তব্যে হাজী আব্দুর রকিব বলেন, "অতীতেও আমরা সামাজিকভাবে মাদকের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছিলাম। বর্তমানে মাদকের প্রকোপ আবারও বেড়ে যাওয়ায় যুবসমাজ জেগে উঠেছে। তৌহিদী জনতাকে সাথে নিয়ে এবার আমরা মাদক নির্মূলে চূড়ান্ত আন্দোলনে নামব। ইনশাআল্লাহ, দয়ার বাজার এলাকাকে আমরা মাদক মুক্ত করেই ছাড়ব।"
যুবনেতা সুজন মাহমুদ এমরান ও দেলোয়ার হোসেনের যৌথ পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বি আলী আহমদ, ফখরুল ইসলাম, বাবুল মিয়া, যুবনেতা রজন মিয়া, ব্যবসায়ী শফিকুল হক, সাংবাদিক মোঃ মঈন উদ্দিন মিলন এবং শফিক আহমদ কালাম প্রমুখ।
সভায় উপস্থিত এলাকাবাসী মাদকমুক্ত নিরাপদ সমাজ গঠনে একাত্মতা প্রকাশ করেন এবং প্রশাসনের কঠোর নজরদারি কামনা করেন।