সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

দক্ষ প্রজন্ম গড়ার লক্ষ্যে কুলাউড়ায় আইটেবসের কুইজ প্রতিযোগিতা ও মেধা মূল্যায়ন

মৌলভীবাজারের কুলাউড়ায় দক্ষতা উন্নয়নের মাধ্যমে আগামীর সম্ভাবনাময় প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত কুইজ প্রতিযোগিতার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে কুলাউড়া উপজেলা সমিতি, ঢাকা পরিচালিত ‘ইন্সটিটিউট অব টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড বেসিক স্কিলস’ (আইটেবস)-এর উদ্যোগে শহরের দক্ষিণবাজারস্থ দখিন দাওয়া পার্টি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আইটেবসের পরিচালক মেহেদী হাসান সাদীর সভাপতিত্বে এবং এইচ.আর ও অ্যাডমিন সালিম মোহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা সমিতি, ঢাকার যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আবু সাদেক আব্দুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দন্ত চিকিৎসক ডা. হেমন্ত পাল এবং বিশিষ্ট সংগঠক ও সমাজকর্মী শফিক মিয়া আফিয়ান। অনুষ্ঠানে অভিভাবকদের পক্ষ থেকে রাবেয়া বেগম এবং বিজয়ীদের পক্ষ থেকে শিক্ষার্থী উত্তরা রায় তাদের অনুভূতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি আইটেবসে চলমান বিভিন্ন কারিগরি ও দক্ষতা উন্নয়ন কোর্সে মেধাবী ও আগ্রহী শিক্ষার্থীদের জন্য বিশেষ স্কলারশিপ ঘোষণা করা হয়।

উল্লেখ্য, কুলাউড়া উপজেলা সমিতি, ঢাকার সভাপতি ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব এম. আব্দুর রউফের দিকনির্দেশনায় ‘বিল্ডিং স্কিল ফর এ ব্রাইট ফিউচার’ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সাল থেকে দক্ষ মানবসম্পদ তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আইটেবস।

এই সম্পর্কিত আরো