গোলাপগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলা যুবলীগের এক কর্মীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত তারেক আহমদ (২৯) উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের বানিগাজী গ্রামের মহরম আলীর পুত্র।
পুলিশ সুত্রে জানাযায়, গত রোববার রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক আবু সাইদের নেতৃত্বে একটি দল উপজেলার বানিগাজী এলাকা থেকে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানারউপ-পরিদর্শক আবু সাইদ জানান, গ্রেফতারকৃত তারেকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত মামলা রয়েছে।