বিয়ানীবাজারে দ্বিতীয় বারের মতো জুঁই প্রকাশ আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দিনব্যাপী পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে এই সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতের আসাম রাজ্যের অন্যতম কবি ড. তৈয়াবুর রহমান চৌধুরী।
সম্মেলনে ভারত ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের কবি, সাহিত্যিক ও সাহিত্য অনুরাগীরা অংশ নেন। সাহিত্য আড্ডা, কবিতা পাঠ, আলোচনা সভা ও মতবিনিময়ের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
সভায় বক্তারা বলেন, এ ধরনের আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন সাহিত্যচর্চা ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং দুই দেশের সাহিত্যিকদের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা আরও দৃঢ় করে।
অনুষ্ঠানে জুঁই প্রকাশের কর্ণধার আজিজ ইবনে গণির রচিত ও প্রকাশিত একাধিক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের সাহিত্য সম্মেলন আয়োজনের মাধ্যমে সাহিত্যপ্রেমীদের একত্রিত করার উদ্যোগ অব্যাহত থাকবে।