মৌলভীবাজারের কুলাউড়া–রবিরবাজার সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত তরুণ চালক নয়ন আহমদ (২১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
গত ১৭ নভেম্বর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। দীর্ঘ এক মাস চিকিৎসাধীন থাকার পর রোববার (২১ ডিসেম্বর) সকাল ৯টায় ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত নয়ন আহমদ কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের নর্তন এলাকার বাসিন্দা সিপার উদ্দিনের ছেলে।
নয়নের মৃত্যুতে পরিবার-পরিজন ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা তার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়া স্থানীয় সচেতন মহল কুলাউড়া–রবিরবাজার সড়কে সড়ক দুর্ঘটনা রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।