কোম্পানীগঞ্জে আওয়ামী লীগ নেতাসহ ৬জনকে আটক করেছে পুলিশ। অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ এবং নিয়মিত বিশেষ পৃথক অভিযান চালিয়ে ওই ৬জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার ১ নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আতাউর রহমান (৫০), ১২ বোতল ভারতীয় মদসহ মোঃ মহসিন (৩৮), চোরাই ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ১টি ট্যাব উদ্ধারসহ সুমন মিয়া (৩৫), কে আটক করে পুলিশ। এ ছাড়াও আটক করা হয় মোছাঃ রুশনা আক্তার (৪০), হারমান আলী (৩৩), কামরান আহমদ (৩২)।
বিষয়টি কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সফিকুল ইসলাম খান নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত সকল আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।