শান্তিগঞ্জে হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) ও এলাকার মুর্দেগানদের ঈসালে সাওয়াব উপলক্ষে ইসলামী নাশিদ সন্ধ্যা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৩টা থেকে মধ্যরাত পর্যন্ত লতিফিয়া ইসলামী সমাজকল্যাণ সংস্থা, বাংলাবাজারের আয়োজনে আদর্শ বাংলাবাজার মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অত্র পরিষদের সভাপতি মাওলানা লোকমান হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ জয়নাল আবেদীন ও সবুজকুঁড়ি শিল্পীগোষ্ঠী, সিলেট-এর যৌথ পরিচালনায় অনুষ্ঠান পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আক্তাপাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা ময়নুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু নছর মোহাম্মদ ইব্রাহীম এবং বাংলাবাজার মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল খালিক।
এছাড়াও বক্তব্য রাখেন অত্র পরিষদের উপদেষ্টা মো. নাজমুল হুসাইন, ফয়জুল হক, মাওলানা আবু সুফিয়ান, পল্লী চিকিৎসক জিল্লুর রহমান, মো. গয়াছ মিয়া, প্রবাসী উপদেষ্টা মো. সাহাব উদ্দিন, বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. দিলোয়ার হুসাইন, বিশিষ্ট গীতিকার ও সুরকার ও নাশিদ শিল্পী কবি মুজাহিদুল ইসলাম বুলবুল, ইসলামী সাংস্কৃতিক সংগঠন ইসালাহ’র পরিচালক আব্দুল ওয়াদুদ এবং আবদার স্টুডিওর পরিচালক মাহমুদ আব্দুল কাদিরসহ আরও অনেকে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র পরিষদের সহ-সভাপতি মাস্টার শাহাদাত হোসেন, মাস্টার জাহাঙ্গীর আলম, হাফিজ শামছুল ইসলাম, সহ-সম্পাদক হাফিজ আনোয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা সজিবুর রহমান, অর্থ সম্পাদক মো. গোলাম কিবরিয়া, প্রচার সম্পাদক মাওলানা আব্দুল হাইসহ পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের প্রথম অধিবেশনে অত্র পরিষদের পক্ষ থেকে এলাকার ১৬০ জন হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। পরবর্তীতে মধ্যরাত পর্যন্ত দেশের খ্যাতনামা শিল্পীদের কণ্ঠে মনোজ্ঞ ইসলামী নাশিদ পরিবেশন করা হয়।
অনুষ্ঠানটি ধর্মপ্রাণ মুসলমানদের ব্যাপক উপস্থিতিতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।