ইনকিলাব মঞ্চের মুখপাত্র, জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে মৌলভীবাজারের কুলাউড়ায় ছাত্র-জনতার উদ্যোগে ব্লকেড কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৩টার সময় শহরের স্টেশন চৌমুহনী এলাকায় প্রায় এক ঘন্টাব্যাপী এই ব্লকেড কর্মসূচি চলে। এসময় সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়লে ব্যাপক দুর্ভোগে পড়তে হয় পথচারীসহ সাধারণ জনগণকে। ব্লকেড কর্মসূচিতে শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের সকল সন্ত্রাসী ও পলাতক আসামীদের গ্রেপ্তারের জোর দাবি জানানো হয়। তা নাহলে এই ব্লকেড কর্মসূচি পুনরায় করার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। কর্মসূচি চলাকালে কুলাউড়া থানার ওসি মনিরুজ্জামান মোল্যা সেখানে পৌঁছে আন্দোলনকারীদের শান্ত থাকার আহবান জানিয়ে আওয়ামীলীগের সকল অপরাধীদের গ্রেপ্তারের আশ্বাস দেন এবং হাদির মাগফিরাত কামনায় মোনাজাত করেন। এরপর আন্দোলনকারীরা ব্লকেড কর্মসূচি তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
ব্লকেড কর্মসূচিতে অংশ নেন জুলাই যোদ্ধা শামীম আহমদ, তিহান তালুকদার, লিংকন তালুকদার, জাহিদুল ইসলাম, শেখ বদরুল ইসলাম রানা, রায়হান আহমদ, হাসান আল বান্না রাহি, নাহিদুর রহমান, ইব্রাহিম মাহমুদ, শাকেল আহমদ, মেহেদী হাসান খান, জাহিদ রুমেল, ইমন আহমদ, রিফাত আহমদ, খায়রুল ইসলাম রুমেল, ফয়েজ আহমদ, সাদমান আশরাফ সাদিম, জয়নুল ইসলাম, মাহবুব সাদি, আব্দুস সামাদ, মামুন আহমদ, জিসান আহমদ, সাকিব আহমদসহ ছাত্র-জনতার নেতৃবৃন্দ।
ব্লকেড কর্মসূচির শুরুতেই আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। স্লোগানগুলোতে ছিল ‘তুমি কে, আমি কে, হাদি হাদি’, এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি রাজপথে’, ভারতীয় আগ্রাসন, রুখে দাও জনগণ, জুলাইয়ের হাদি ভাই, আমরা তোমায় ভুলি নাই, ‘আমার সোনার বাংলায় খুনি লীগের ঠাঁই নাই’, ‘ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না’ এবং ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’।