ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন ।
শুক্রবার(১৯ ডিসেম্বর) এক শোক বার্তায় তিনি বলেন, শরিফ ওসমান হাদি ছিলেন জলুাই বিপ্লবের সামনের সারির একজন একনিষ্ঠ ও লড়াকু তরুণ সৈনিক। তিনি যে সাহসি কথা ও দেশ প্রেমের পরিচয় দিয়েছেন, তা অবিস্মরণীয় হয়ে থাকবে।
তাঁর অকাল ও মর্মার্মন্তিক মৃত্যুতে দেশ এক সাহসী দেশ প্রেমিকাে হারালো। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।