বানিয়াচংয়ে সর্বস্থরের ছাত্র-জনতার ব্যানারে ইনকিলাব মঞ্চের আহবায়ক ওসমান হাদীকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ ডিসেম্বর শুক্রবার বাদ জুম্মা বড় বাজার শহীদ মিনার এলাকায় সর্বস্থরের ছাত্র-জনতার ব্যানারে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
সর্বস্থরের ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ কর্মসূচীতে বক্তব্য রাখেন খেলাফত মজলিশের সেক্রেটারী আ:মুকিত ইসলাম,জমিয়তের সেক্রেটারী শেখ বশির আহমেদ,ইসলামী ছাত্র মজলিশের মিজানুর রহমান,ইসলামী আন্দোলনের(চরমোনাই) সেক্রেটারী মাওলানা ইউসুফ,আহত জুলাই যোদ্ধা সাদ্দাম হোসেন,সেজু মিয়া,জিসান,শেখ শফিক আহমেদ,সমন্নয়ক রিমন আহমেদ ও খাইরুল ঠাকুর প্রমুখ।
বিক্ষোভের শুরুতে বিভিন্ন স্লোগান দেন কর্মসূচীতে অংশগ্রহণকারীরা। এ সময় তারা ‘আমি কে তুমি কে, হাদি হাদি’, ‘আমার সোনার বাংলায়, খুনি লীগের ঠাঁই নাই’, ‘ফ্যাসিবাদের ঠিকানা, এই বাংলায় হবে না’ এবং ‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব’—এমন স্লোগান দেন।
একটা একটা লীগ ধর,ধরে ধরে জবাই কর স্লোগানে স্লোগানে ও উত্তপ্ত ছিলো বিক্ষোভ মিছিল।
বিক্ষোভ কর্মসূচিতে ‘শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার,লীগ সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবি ও ভারতের আধিপাত্যের বিরুদ্ধে জ্বালাময়ী বক্তব্য রাখেন বক্তারা।
বাদ মাগরিব বাংলাদেশ জামায়াত ইসলাম বানিয়াচং শাখা ওসমান হাদি হত্যার প্রতিবাদ এবং বিচারের দাবিতে বড় বাজার এলাকায় পৃথক বিক্ষোভ কর্মসূচি পালন করে।