শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দেশ অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র চলছে: জামায়াত আমির চলমান হামলার ঘটনায় নির্বাচনকে অনিশ্চিত করার ষড়যন্ত্র বলছে বিএনপি নিরাপত্তা জোরদার সিলেটস্থ ভারতীয় হাইকমিশনে সিলেটে সাংবাদিকদের উপর হামলার চেষ্টা, পুলিশ হেফাজতে যুবক ডেভিল হান্ট ফেইজ-২: মৌলভীবাজারে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার কানাইঘাটে ৯৫০পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কানাইঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি সহ ৩জন গ্রেফতার শান্তিগঞ্জে ঈসালে সাওয়াব উপলক্ষে নাশিদ সন্ধ্যা ও শীতবস্ত্র বিতরণ হাদির মৃত্যুতে কুলাউড়ায় ছাত্র-জনতার এক ঘন্টা ব্লকেড কর্মসূচি, বিচার দাবি শরীফ ওসমান হাদীর মত্যুতে সুবিপ্রবি'র ভাইস চ্যান্সেলর এর শোক
advertisement
সিলেট বিভাগ

এসআই তানজিলের ছত্রছায়ায় জাফলংয়ে লুটপাটের রাজত্ব

গত ৫ আগস্টের পটপরিবর্তনের পর থেকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্র জাফলং এলাকা হঠাৎ করেই অশান্ত হয়ে উঠেছে। চোরাচালান, মাদক ব্যবসা এবং ইসিএভুক্ত এলাকা থেকে বালু-পাথর লুটপাটকে কেন্দ্র করে চলছে আধিপত্য বিস্তারের লড়াই। অভিযোগ উঠেছে, জাফলংয়ের বিট অফিসার এসআই তানজিল আকন্দ ও তার সহযোগীদের প্রত্যক্ষ মদদে এলাকায় গড়ে উঠেছে এক শক্তিশালী সিন্ডিকেট, যেখানে আওয়ামী লীগ ও বিএনপির একদল চিহ্নিত অপরাধী মিলেমিশে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করছে।

সম্প্রতি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ‘ঢাকাইয়া শুভ’ ও শাহজাহান নামে এক শ্রমিক গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। স্থানীয়দের অভিযোগ, পুলিশের সমঝোতা বা ‘লাইন’ নিয়ে বিরোধের জেরেই প্রায়ই এমন হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটছে।

অনুসন্ধানে জানা গেছে, জাফলংয়ের জুমপাড়, জিরো পয়েন্ট ও ব্রিজের নিচ এলাকা থেকে দিনে-রাতে সমানে চলছে বালু ও পাথর লুটপাট। অভিযোগের আঙুল সরাসরি জাফলং বিট অফিসার এসআই তানজিল আকন্দের দিকে। তার প্রধান সহযোগী হিসেবে কাজ করছেন এএসআই রেজওয়ান মোল্লা ও গোয়াইনঘাট থানার ওসির ‘ক্যাশিয়ার’ হিসেবে পরিচিত কনস্টেবল হামিদ।

জিরো পয়েন্ট এলাকা থেকে বালি উত্তোলনের চাঁদা সংগ্রহের কাজ করছে এএসআই রেজওয়ান ও কনস্টেবল হামিদ।এবং চোরাচালানের দ্বায়িত্বে রয়েছে বহিষ্কৃত যুবদল নেতা কাশেম ও বাবলা, পুলিশের ‘লাইনম্যান’। অন্যদিকে, জুমপাড় এলাকা থেকে বালু উত্তোলন নিয়ন্ত্রণ করছে বিএনপি থেকে বহিষ্কৃত শাহপরাণ, পরিবহণ শ্রমিক নেতা ছবেদ আহমদ, সোহাগ, আমজাদ বক্স, ছাত্রদলের সোহেল এবং নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতা সামসুল ইসলাম, লিটন ও ডিজেল দুলাল। এদের সাথে ট্রাক সমিতির নেতাদেরও যোগসাজশ রয়েছে। অভিযোগ রয়েছে, এসআই তানজিল নিয়মিত নিষিদ্ধ যুবলীগ নেতাদের সাথে আড্ডা দেন এবং ছাত্রদল, যুবদল নেতাদের সাথে ডিউটি ফেলে ব্যাডমিন্টন খেলেন। জাফলং ব্রিজের নিচ থেকে বালু উত্তোলন নিয়ন্ত্রণ করছে শাহ আলম স্বপনের নাম ভাঙিয়ে কালা মানিক, যুবদল নেতা মাহমুদ, ইউসুফ ও উপজেলা ছাত্রদল নেতা হাসান। 
 
সূত্রে জানাযায়, পুলিশ নাকের ডগা দিয়ে সীমান্ত দিয়ে ডুকছে ভারতীয় কম্বল অন্যান্য সামগ্রী। এসব অবৈধ কম্বল আবার বিক্রি হচ্ছে জিরো পয়েন্ট পর্যটন স্পটে। কিন্তু পর্যটক কম্বল টাকা দিয়ে কিনে নিয়ে গেলেও তাদের কাছ থেকে আবার এএসআই রেজওয়ান ও কনেস্টেবল হামিদ আটক করে ফের জিরো পয়েন্ট বিক্রেতাদের হাতে তুলে দেন বলে অভিযোগ উঠেছে। স্যেশ্যাল মিডিয়ায় অনেক পর্যটকরা ক্ষোভ ও প্রকাশ করেছেন এমন আচরণে। 

এছাড়া বিশ্বস্ত সূত্রে জানা গেছে, জিরো পয়েন্টের প্রতি বালু সাইট থেকে ২ থেকে ৩ হাজার টাকা চাঁদা আদায় করা হয়। এছাড়া বালু পরিবহনের ক্ষেত্রে প্রতি ৫০০ ফুটের ট্রাক থেকে ১ হাজার টাকা, ২০০ ফুটের ট্রাক থেকে ৫০০ টাকা এবং মাহিন্দ্রা ট্রাক্টর থেকে ২০০ টাকা করে চাঁদা তোলে পুলিশি সিন্ডিকেট।

এ বিষয়ে অভিযুক্ত কনস্টেবল হামিদ জানান, তিনি যুবলীগের সামসুলকে চেনেন এবং জিরো পয়েন্টে চোরাচালান হয় বলে স্বীকার করেন, তবে ‘ওসির ক্যাশিয়ার’ হিসেবে পরিচয়ের অভিযোগ অস্বীকার করেন। আটক প্রসঙ্গে তিনি বলেন, আমি কাউকে আটক করতে পারি, তবে হ্যান্ডকাপ পরাইনি।

কনস্টেবল হামিদ মিয়ার বিরুদ্ধে যুবলীগ নেতার সাথে বসে মদ্যপানের অভিযোগ উঠলে তিনি তা অস্বীকার করেন, তবে জিরো পয়েন্টে চোরাচালান হওয়ার কথা স্বীকার করেন। বালি চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেন, যারা বালু তুলতে পারে না তারাই অভিযোগ করে। কম্বল চোরাচালান ও জব্দের অভিযোগকে মিথ্যা দাবি করে তিনি বলেন, এসব বিষয়ে আমার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞেস করুন।

এএসআই রেজওয়ান মোল্লা চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করলেও রাজনৈতিক নেতাদের ‘পার্টির লোক’ বলে সম্বোধন করেন। ভারতীয় কম্বল চোরাচালানের বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি প্রতিবেদককে উল্টো কম্বল দেওয়ার প্রস্তাব দেন।

মূল অভিযুক্ত এসআই তানজিল আকন্দ সব অভিযোগ ভিত্তিহীন দাবি করে বলেন, আমার কোনো রাজনৈতিক ব্যক্তির সাথে পরিচয় নেই, কারো কাছ থেকে টাকাও নিই না। তবে ডিউটি চলাকালীন ছাত্রদল নেতার সাথে খেলাধুলার বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি তিনি।

পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ‘লাইফ’-এর কেন্দ্রীয় সভাপতি এম. আলী বলেন, “ইসিএভুক্ত এলাকায় বালু লুটপাট রাষ্ট্রীয় সম্পদের ওপর আঘাত। লজ্জাজনক বিষয় হলো এতে পুলিশের একাংশের জড়িত থাকার অভিযোগ। দ্রুত এদের বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি ব্যবস্থা নেওয়া উচিত।

সিলেট জেলা দায়রা ও জজ আদালতের সিনিয়র আইনজীবী ইরশাদুল হক বলেন, তামাবিল সীমান্ত এলাকা বর্তমানে নিরাপদ নয়। এই রুট পলায়নের রুটে পরিণত হয়েছে। তাই সিলেটের ডিআইজি ও পুলিশ সুপার ইমিডিয়েট অ্যাকশন নেওয়া জরুরি। তা নাহলে সাধারণ মানুষ আতঙ্কে থাকবে।

তাছাড়া তিনি আরোও বলেন, যদি কোনো দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা অবৈধ বালু ও পাথর উত্তোলন, চাঁদাবাজি, মাদক ব্যবসা কিংবা চোরাচালানের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকেন, তাহলে তা শুধু ফৌজদারি অপরাধই নয়, বরং রাষ্ট্রের আইনশৃঙ্খলা ব্যবস্থার প্রতি চরম বিশ্বাসঘাতকতা।

ইরশাদুল হক বলেন, উদ্বেগজনক বিষয় হলো—অপরাধী ও বহিষ্কৃত রাজনৈতিক নেতাদের সঙ্গে পুলিশের যোগসাজশের অভিযোগ। পুলিশ একটি নিরপেক্ষ বাহিনী। পুলিশ আইনশঙ্খলা রক্ষায় একটি নিরপেক্ষ ও রাষ্ট্রের দায়িত্বশীল বাহিনী হিসাবে রাজনৈতিক কাউকে ছাড় দেওয়া বা বিশেষ কাউকে বিশেষ কারণে অন্যায়ভাবে সুরক্ষা দেওয়া অবৈধ কর্মকাণ্ড হিসাবে সমালোচিত হবে জনসমক্ষে।

গোয়াইনঘাট সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক জানান, চলতি মাসে তারা কয়েক দফা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বালু জব্দ ও জরিমানা করেছেন। এই অভিযান আরও কঠোর করা হবে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, তিনি নতুন যোগদান করেছেন। কোনো পুলিশ সদস্য অপরাধে যুক্ত থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সিলেট জেলা অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ সম্রাট তালুকদার জানান, পুলিশ যদি অপরাধীদের আশ্রয় দেয় বা চাঁদাবাজি করে, তবে বিভাগীয় অনুসন্ধানের মাধ্যমে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এই সম্পর্কিত আরো

দেশ অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র চলছে: জামায়াত আমির

চলমান হামলার ঘটনায় নির্বাচনকে অনিশ্চিত করার ষড়যন্ত্র বলছে বিএনপি

নিরাপত্তা জোরদার সিলেটস্থ ভারতীয় হাইকমিশনে

সিলেটে সাংবাদিকদের উপর হামলার চেষ্টা, পুলিশ হেফাজতে যুবক

ডেভিল হান্ট ফেইজ-২: মৌলভীবাজারে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

কানাইঘাটে ৯৫০পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কানাইঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি সহ ৩জন গ্রেফতার

শান্তিগঞ্জে ঈসালে সাওয়াব উপলক্ষে নাশিদ সন্ধ্যা ও শীতবস্ত্র বিতরণ

হাদির মৃত্যুতে কুলাউড়ায় ছাত্র-জনতার এক ঘন্টা ব্লকেড কর্মসূচি, বিচার দাবি

শরীফ ওসমান হাদীর মত্যুতে সুবিপ্রবি'র ভাইস চ্যান্সেলর এর শোক