মৌলভীবাজারের কুলাউড়ার গাজীপুর চা-বাগানের সন্তান চা-শ্রমিক নয়ন চাষা কুলাউড়া থেকে সিলেটে টানা ১৪ ঘণ্টায় প্রায় ৬৩ কিলোমিটার পথ পায়ে হেঁটে এক ব্যতিক্রমী রেকর্ড গড়েছেন।
বিজয় দিবসের দিনে তিনি উপজেলার গাজিপুর চা-বাগান এলাকা থেকে ভোর ৫টায় সিলেটের উদ্দেশ্যে পায়ে হেঁটে যাত্রা শুরু করে সফলভাবে নির্ধারিত পথ অতিক্রম করে ওই দিন সন্ধ্যা ৭টায় সিলেটের ক্বীন ব্রীজে পৌঁছান। যাত্রার সময় খন্ড খন্ড ভিডিও ফেসবুকে তিনি বাংলা নয়ন চাষা নামক ফেসবুক পেইজে আপলোড করেন।
দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের কনটেন্ট নির্মাণের মাধ্যমে অনলাইনে পরিচিতি পাওয়া চা-বাগানের যুবক নয়ন চাষা মানুষকে পায়ে হাটতে উদ্বুদ্ধ করতে এই ব্যাতিক্রমী উদ্যোগ গ্রহণ করেন। এই যাত্রা কেবল শারীরিক সক্ষমতার পরীক্ষা ছিলো না বরং মানসিক দৃঢ়তা, মানুষের প্রতি ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত ছিলো।
নয়ন চাষা জানান, এই রেকর্ড গড়তে কুলাউড়ার চা–ওয়ালা পরিবার যাত্রার পুরো সময়জুড়ে তাঁরা পাশে থেকে সাহস জুগিয়েছে ও প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে প্রতিটি পদক্ষেপে অনুপ্রেরণা জুগিয়েছেন। এছাড়াও যাত্রাপথে বন্ধু হিতাকাঙ্ক্ষীরা মিলিত হয়ে অনুপ্রেরণা ও সাহস জুগিয়েছেন।
তিনি আরও বলেন, মানুষকে এখন আগের দিনের মতো আর পায়ে হাটতে দেখা যায় না। সামান্য যায়গা যেতে হলেও বিভিন্ন রকমের যানবাহনে চড়েন। মানুষকে পায়ে হাটতে উদ্বুদ্ধ করতে আমার এই ব্যাতিক্রমী উদ্যোগ।
তিনি বলেন, লক্ষ্য স্থির রেখে কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসের মাধ্যমে অসম্ভবকেও সম্ভব করা যা। এ অর্জন আমার একার নয়। আমার সকল শুভানুধ্যায়ী, বন্ধু, শুভাকাঙ্ক্ষীদের সম্মিলিত ভালোবাসা ও সমর্থন ছাড়া এই পথচলা সম্ভব হতো না।
নয়ন চাষা জানান, এর আগে বাইসাইকেল চালিয়ে তিনি গাজীপুর চা-বাগান থেকে সিলেটে যাত্রা করেন। অনুপ্রেরণা পেলে আগামীতেও এমন ব্যতিক্রমী ও ইতিবাচক উদ্যোগের মাধ্যমে সমাজ ও তরুণদের উদ্বুদ্ধ করতে চান।