সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার তুরং ও বরম সীমান্ত এলাকায় ভারতের অভ্যন্তরে প্রবেশকে কেন্দ্র করে ভারতীয় নাগরিকদের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সংলগ্ন তুরং ও বরম সীমান্ত এলাকায় পৃথক দুটি ঘটনায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতদের একজন আশিকুর রহমান (২০)। তিনি পূর্ব তুরং গ্রামের বাসিন্দা এবং মোশাহিদ আলীর ছেলে। স্থানীয় সূত্র জানায়, তুরং সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে সুপারি চুরির উদ্দেশ্যে প্রবেশ করলে ভারতীয় খাসিয়া নাগরিকদের ছোড়া গুলিতে আশিকুর রহমান ঘটনাস্থলেই নিহত হন।
অন্য নিহত ব্যক্তি মো. ইয়াকুব উদ্দিন (৩০)। তিনি বরম সিদ্ধিপুর গ্রামের বাসিন্দা এবং আজমান আলীর ছেলে। কোম্পানীগঞ্জ থানাধীন বরম সিদ্ধিপুর সীমান্ত পিলার নম্বর ১২৫৫-এর ভেতরে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশের সময় ভারতীয় খাসিয়া নাগরিকদের গুলিতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে বরম সীমান্ত এলাকায় আরও একজন বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আহত ব্যক্তি শিবনগর গ্রামের গোলজার (৩২) নামে এক যুবক। তিনি পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন। তবে এই ঘটনায় প্রশাসনিকভাবে তার পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা. আরিফুল ইসলাম নয়ন ভারতীয় গুলিতে আহত ইয়াকুব উদ্দিনের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ পুলিশি হেফাজতে ময়নাতদন্তের জন্য প্রস্তুত করা হয়েছে।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান জানান, নিহত দুই ব্যক্তির লাশ গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে।