শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

ওসমান হাদি না ফেরার দেশে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র, জুলাই অভ্যুত্থানের সম্মুখযোদ্ধা শরীফ ওসমান হাদি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ওসমান হাদির মৃত্যুর বিষয়টি জানানো হয়। বুধবার রাতে সরকারের পক্ষ থেকে ওসমান হাদির অবস্থা অতি সংকটাপন্ন বলে জানানো হয়। এক বার্তায় দেশবাসীকে ধৈর্যধারণ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গত শুক্রবার ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে আততায়ীর গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। ১৫ই ডিসেম্বর সংকটাপন্ন অবস্থায় এয়ার এম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। গুলিবিদ্ধ হওয়ার পর থেকে ওসমান হাদির সুস্থতা কামনা করে দোয়া ও প্রার্থনা করছেন নানা শ্রেণি-পেশার মানুষ। ঢাকায় চিকিৎসাধীন থাকা অবস্থায় ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন ছিল। সিঙ্গাপুরে নেয়ার পরও তার অবস্থার পরিবর্তন হয়নি। 

বুধবার রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে হাদিকে দেখতে যান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালা কৃষ্ণান। পরে তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেন। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী প্রধান উপদেষ্টাকে জানান, হাদির অবস্থা অতি সংকটাপন্ন। বুধবার হাদির পরিবার ও ইনকিলাব মঞ্চ সূত্র জানায়, হাদির ব্রেইনে জটিল অপারেশনের প্রস্তুতি নিচ্ছেন চিকিৎসকরা। ব্রেনস্টেমে যেখানে গুলির একটি অংশ আটকে আছে, সেটি বের করার জন্যই এ অপারেশনের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে। হাদির পরিবার চেয়েছিল বৃটেন বা যুক্তরাষ্ট্রে নিয়ে এই অপারেশন করা যায় কিনা। কিন্তু অবস্থা বিবেচনায় তারা সিঙ্গাপুরেই অপারেশনের অনুমতি দিয়েছেন। 


বৃহস্পতিবার ইনকিলাব মঞ্চ ফেসবুক পোস্টে ওসমান হাদির আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ওসমান হাদি যদি রবের ডাকে সাড়া দিয়ে শহীদের কাতারে শামিল হন সে ক্ষেত্রে পুরো বাংলাদেশের স্বাধীনতাকামী মজলুম জনতাকে সার্বভৌমত্ব নিশ্চিতকরণে শাহবাগে জড়ো হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

ইনকিলাব মঞ্চ বলে, খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান করবো এবং পুরো বাংলাদেশকে অচল করে দেয়া হবে। খুনি যদি ভারতে পালিয়ে যায় সেক্ষেত্রে ভারত সরকারের সঙ্গে আলোচনা করে যেকোনো মূল্যে তাকে গ্রেপ্তারপূর্বক ফেরত আনতে হবে।

গতকাল উপদেষ্টা পরিষদের বৈঠকে শরীফ ওসমান বিন হাদির স্বাস্থ্য নিয়ে আলোচনা হয়। জুলাই অভ্যুত্থানের সম্মুখযোদ্ধা শরীফ ওসমান হাদি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য প্রচার চালাচ্ছিলেন। গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট সড়কে তাকে গুলি করে দুর্বৃত্তরা। এরপর তাকে নেয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসা শেষে রাতেই এভারকেয়ার হাসপাতালে আনা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ১৫ই ডিসেম্বর এয়ার এম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেয়া হয়।  

এই সম্পর্কিত আরো