সিলেট জেলায় সংঘটিত ভয়াবহ বন্যার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এস.ও.এস আন্তর্জাতিক চিলড্রেন্স ভিলেজ বাংলাদেশ এর সিলেটের বন্যার্তদের জন্য মানবিক সহায়তা শীর্ষক ৬মাস ব্যাপি (১ নভেম্বর ২০২৪ ইং তারিখ হতে ৩০ এপ্রিল ২০২৫ ইং) একটি বিশেষ প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে।
এ প্রকল্প বাস্তবায়নে লক্ষে বুধবার ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের এস.ও.এস চিলেড্রেন্স ভিলেজ প্রাঙ্গণে স্থানীয় প্রাসন এবং ও অন্যান্য স্টেকহোল্ডারদের সমন্বয়ে প্রকল্প অবহিতকরণ সভার আয়োজন করা হয়।
এস.ও.এস চিলেড্রেন্স ভিলেজ সিলেট এর সহকারী পরিচালক ও ইনচার্জ মো: মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে ও এস.ও.এস সামাজিক কেন্দ্র সিলেটের সহকারী পরিচালক ও ইনচার্জ তানবীর আহমদের পরিচালনায় অবহিতকরন সভায় বক্তব্য রাখেন, এস.ও.এস বাংলাদেশের ই.আর.পি ফোকাল পার্সন ও এস.ও.এস চিলড্রেন্স ভিলেজ ঢাকা এর প্রজেক্ট ডিরেক্টর মোহাম্মদ ইউসুফ আলী, এস ও এস চিলড্রেন্স ভিলেজ বাংলাদেশ এর ন্যাশনাল অফিসের ফাইন্যান্স এন্ড একাউন্টসের সহকারী পরিচালক মো: মিজানুর রহমান, গ্লোরিয়াস আর্কিটেক্টের এমডি ইঞ্জিনিয়ার শাহ্জাহান খান রিপন,দি নিউ নেশনের সিলেট ব্যুরো প্রান এস এ শফি, রূপালী ব্যাংক দয়ামীর ব্রাঞ্চ ম্যানেজার মো: মোশারফ হোসেন। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ গন্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী, এস.ও.এস চিলড্রেন্স ভিলেজ সিলেট এস সকল কো-ওয়ার্কার, প্রকল্প সংশ্লিষ্ট সকল কো-ওয়ার্কার গণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,সিলেট জেলার ওসমানীনগর ও বালাগঞ্জে স্থানীয় প্রাসন ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে সমন্বয় সাধন করে এই প্রকল্প বাস্তবায়ন হতে যাচ্ছে। প্রকল্প ব্যায় সর্বমোট এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার দুইশত চুরানব্বই টাকার অর্থেে যোগান দেবে এসওএস বাংলাদেশ। মোট ৩হাজার টি পরিবার এ প্রকল্পের মাধ্যমে উপকৃত হবে বলে সংশ্লিষ্টরা জানান।
এ প্রকল্পের মাধ্যমে খাদ্য নিরাপত্তাার জন্য মোট ১হাজার পরিবার, আশ্রয়ন, গৃহ সংস্কার/মেরামত ও জীবীকায়নে আরো ১,হাজার পরিবার. স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্যাকেজ এর জন্য আরো ১হাজার টি পরিবার উপকৃত হবে। ২ উপজেলার ৪ টি ইউনিয়নের মোট ৩হাজার পরিবার এ প্রকল্পের মাধ্যমে উপকৃত হবে। শুধু তাই নয় উক্ত এলাকাগুলোতে ১০ টি সচেতনতামূলক সেশনের মাধ্যমে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে মানুষদের সচেতন করা হবে। তবে প্রল্পটির মেয়াদ ৬ মাস হলেও বৈদেশিক মুদ্রা প্রাপ্তিতে বিলম্ব হওয়ার কারণে প্রকল্পটি শুরু হতে কিছুটা বিলম্ব হয়েছে বলে সভায় জানানো হয়।